চট্টগ্রাম: ‘গণতন্ত্রহীনতা, লুটপাটতন্ত্র ও বেকারত্ব থেকে মুক্তির লক্ষ্যে যুব সমাজ এক হও’ স্লোগানকে সামনে রেখে যুব ইউনিয়ন চট্টগ্রাম জেলার ১৩তম সম্মেলন শুক্রবার (৯ ডিসেম্বর) অনুষ্ঠিত হবে। সিটির সিনেমা প্যালেস চত্বরে বিকাল তিনটায় বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে সম্মেলন শুরু হবে। এরপর জাতীয় সঙ্গিতের মধ্য দিয়ে সম্মেলনের উদ্বোধন ঘোষণার পর আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হবে।
সম্মেলনে অতিথি থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রণজিৎ কুমার দে, যুব ইউনিয়ন, চট্টগ্রাম জেলার প্রাক্তন সাধারণ সম্পাদক মোহাম্মদ আতিক, যুব ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক খান আসাদুজ্জামান মাসুম, প্রেসিডিয়াম সদস্য ত্রিদিব সাহা, সাংস্কৃতিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন। সভাপতিত্ব করবেন যুব ইউনিয়ন, চট্টগ্রাম জেলার সভাপতি রিপায়ন বড়ুয়া।
আলোচনা সভা শেষে দেশের জনপ্রিয় গানের দল ‘সরলা’ তাদের পরিবেশনা মঞ্চস্থ করবেন।
যুব ইউনিয়ন চট্টগ্রাম জেলার সভাপতি রিপায়ন বড়ুয়া ও সাধারণ সম্পাদক জাবেদ চৌধুরী বিবৃতিতে যুব ইউনিয়নের সব কর্মী-সমর্থক, শুভানুধ্যায়ীকে সম্মেলন উপস্থিত থেকে কার্যকর যুব আন্দোলন গড়ে তোলার সংগ্রামকে বেগবান করার আহবান জানিয়েছেন।