রবিবার, ২৪ নভেম্বর ২০২৪

শিরোনাম

রাজশাহীতে ৪-৬ নভেম্বর বাঙলা মূকাভিনয়ের কর্মশালা

বুধবার, অক্টোবর ১৯, ২০২২

প্রিন্ট করুন

রাজশাহী: বাঙলা মূকাভিনয় গবেষণা কেন্দ্র আগামী ৪-৬ নভেম্বর রাজশাহী বিভাগে বাঙলা মূকাভিনয় কর্মশালা আয়োজন করতে যাচ্ছে। কর্মশালা অনুষ্ঠিত হবে প্রতিদিন বিকাল তিনটা থেকে রাত আটটা পর্যন্ত। কর্মশালার কোর্স পরিচালক থাকবেন মাইম আইকন কাজী মশহুরুল হুদা। তিনি আমেরিকা থেকে স্কাইপিতে যুক্ত হয়ে কর্মশালা পরিচালনা করবেন।

কর্মশালার প্রধান প্রশিক্ষক থাকবেন নবধারার মূকাভিনয়শিল্পী রিজোয়ান রাজন। এছাড়া মূকাভিনয়ের গল্প ভাবনা ও শিল্প সৌন্দর্য বিষয়ে প্রশিক্ষণ দিবেন কবি ও আন্তর্জাতিক মানবাধিকার কর্মী শাহেদ কায়েস এবং তাল-লয়- ছন্দ ও ভাব রস বিষয়ে প্রশিক্ষণ দেবেন মূকাভিনেতা ও নৃত্যশিল্পী আল মাসুম সবুজ। পুরো আয়োজনের সহযোগিতায় আছে ‘মূকাভিনয়ম’ ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ও সমন্বয়কারীর দায়িত্ব পালন করবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের থিয়েটার স্টাডিস বিভাগের সহকারি অধ্যাপক সুখন সরকার।

কর্মশালা নিয়ে কাজী মশহুরুল হুদা বলেন, ‘বাংলাদেশের দীর্ঘ সাংস্কৃতিক ঐতিহ্যে নানা বৈচিত্রময় শিল্পের রূপ দেখা গেলেও মূকাভিনয় নিয়ে তেমন কোন গবেষণা বা নিয়মিত চর্চা পরিলক্ষিত হয় নাই। অথচ মূকাভিনয় ব্যাপক সম্ভাবনাময় শিল্প ও পাশ্চাত্য দেশে শিল্পটি সম্মানজনক অবস্থানে আছে। বাঙলা মূকাভিনয় গবেষণা কেন্দ্রের মাধ্যমে আমরা বাঙ্গালি জাতীয়তাবাদের ভিত্তিতে শিল্পটির রূপ ও উপস্থাপন পদ্ধতি নিয়ে কাজ করছি। এ লক্ষ্যেই দেশব্যাপী কর্মশালার আয়োজন।’

রিজোয়ান রাজন বলেন, ‘নিয়মিত চর্চার মধ্য দিয়ে শিল্পের শুদ্ধতা তৈরি হয়। আমাদের বিশ্বাস, রাজশাহী বিভাগের কর্মশালা এ অঞ্চলে মূকাভিনয় চর্চার প্রসারে গতিশীলতা আনবে। কর্মশালায় আগ্রহীদের 01912148989 নম্বরে যোগাযোগ করে নিবন্ধন করার অনুরোধ রইল।’

প্রেস বার্তা