রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪

শিরোনাম

রাজশাহীসহ চার জেলায় তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে

রবিবার, মে ২১, ২০২৩

প্রিন্ট করুন

রাজশাহী: রাজশাহী, পাবনা, যশোর ও চুয়াডাঙ্গা জেলার উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে ও তা অব্যাহত থাকতে পারে। প্রায় অপরিবর্তিত থাকবে দিন ও রাতের তাপমাত্রা।

রোববার (২১ মে) সকাল নয়টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ‘রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।’

আগামী তিন দিনে পুরো দেশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, ‘পশ্চিমা লঘুচাপের বাড়তি অংশ পশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে।
গেল ২৪ ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে ৩৭ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস এবং রোববার (২১ মে) সর্বনিম্ন তাপমাত্রা সিলেট ও নিকলিতে ২০ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস।’

ঢাকায় রোববার (২১ মে) সূর্যাস্ত সন্ধ্যা ছটা ৩৭ মিনিট ও সোমবার (২২ মে) সূর্যোদয় ভোর পাঁচটা ১৩ মিনিটে।