শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪

শিরোনাম

রাশিয়া-যুক্তরাষ্ট্র দ্বন্দ্বে ফায়দা লুটছে ভারত!

বৃহস্পতিবার, ফেব্রুয়ারী ২২, ২০২৪

প্রিন্ট করুন

ফিনল্যান্ড: রাশিয়ার নিকট থেকে তেল কিনে যুক্তরাষ্ট্রে রফতানি করছে ভারত। এতে নিষেধাজ্ঞা সত্বেও যুক্তরাষ্ট্রে যাচ্ছে রাশিয়ার তেল। গেল এক বছরে রাশিয়ার তেল পরিশোধন করে ভারত যে জ্বালানি পণ্য তৈরি করেছে, তার বড় ক্রেতা হচ্ছে যুক্তরাষ্ট্র। ২০২২ সালের ডিসেম্বর থেকে ২০২৩ সালের শেষ পর্যন্ত ভারত থেকে ১৩০ কোটি ডলারের জ্বালানি পণ্য আমদানি করেছে যুক্তরাষ্ট্র। সম্প্রতি ফিনল্যান্ডভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অন এনার্জি অ্যান্ড ক্লিন এয়ারের প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

ইউক্রেনে সামরিক অভিযান চালানোর জেরে রাশিয়া থেকে জ্বালানি তেল কেনার ওপর নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে পশ্চিমা দেশগুলো। এতে নেতৃত্ব দিচ্ছে বিশ্ব মোড়ল যুক্তরাষ্ট্র। কিন্তু, নিষেধাজ্ঞা দিলেও দেশটির কাছেই যাচ্ছে রাশিয়ার তেল। তবে, সরাসরি রাশিয়া থেকে তেল কিনছে না যুক্তরাষ্ট্র। রাশিয়া থেকে কেনা অপরিশোধিত তেল শোধন করে যুক্তরাষ্ট্রে রফতানি করছে ভারত।

আগামী ২৪ ফেব্রুয়ারি পূর্ণ হতে যাচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের দুই বছর। যুদ্ধ শুরুর পর থেকে রাশিয়ার তেলের সবচেয়ে বড় ক্রেতা দেশের একটি হয়ে উঠেছে ভারত। শুধু গেল বছরই রাশিয়ার কাছ থেকে রেকর্ড সর্বোচ্চ তিন হাজার ৭০০ কোটি মার্কিন ডলারের অপরিশোধিত তেল কেনে দিল্লি। এরপর, দেশে এনে পরিশোধন করে ১০০ কোটি ডলারের বেশি দামের তেল যুক্তরাষ্ট্রে রফতানি করে ভারত।

এ ব্যাপারে সেন্টার ফর রিসার্স অন এনার্জি অ্যান্ড ক্লিন এয়ারের প্রতিবেদনে বলা হয়, ‘যুদ্ধের পূর্বে রাশিয়া থেকে ভারত যে পরিমাণ তেল কিনত, এখন তা বেড়েছে অন্তত ১৩ গুণ।’

এ দিকে, ইউক্রেন যুদ্ধ শুরুর পর যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পশ্চিমা দেশগুলোর যে জোট রাশিয়ার তেলের সর্বোচ্চ দাম নির্ধারণ করে দিয়েছিল, সেসব দেশেও রাশিয়ার তেল থেকে তৈরি জ্বালানি পণ্য আমদানি বেড়েছে।