শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪

শিরোনাম

রিপাবলিকান প্রার্থী বাছাই/নেভাদা ও ভার্জিন আইল্যান্ডেও জয় ট্রাম্পের

শনিবার, ফেব্রুয়ারী ১০, ২০২৪

প্রিন্ট করুন
ডোনাল ট্রাম্প

নেভাদা/ভার্জিন আইল্যান্ড: আসন্ন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী বাছাইয়ের যুদ্ধে নেভাদা ও ভার্জিন আইল্যান্ডে জয়ী হয়েছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ জয়ের মধ্য দিয়ে আগামী প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির মনোনয়ন লাভের দৌড়ে আরো এগিয়ে গেলেন তিনি। এর পূর্বে, আইওয়া ও নিউ হ্যাম্পশায়ার রাজ্যে বড় ব্যবধানে জেতেন তিনি। সংবাদ রয়টার্সের।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) ভার্জিন আইল্যান্ড প্রাইমারিতে সহজ জয় পেয়েছেন ট্রাম্প। এখানে মোট ২৪৬ ভোটের মধ্যে ১৮২টি ভোট অর্থাৎ ৭৪ শতাংশ ভোট পেয়েছেন তিনি। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী নিকি হ্যালি পেয়েছেন ৬৪ ভোট অর্থাৎ ২৬ শতাংশ।

এর পূর্বে, মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) নেভাদা প্রাইমারি ভোট হয়। তবে, ব্যালটে ট্রাম্পের নাম ছিলে না। এরপরও তার প্রতিদ্বন্দ্বী নিকি হ্যালি সুবিধা করতে পারেননি। নিকি পেয়েছেন মাত্র ৩০ শতাংশ ভোট। বিকল্প প্রার্থী হিসেবে ট্রাম্প পেয়েছেন ৬৩ শতাংশ।

জয়ের পর লাস ভেগাসে বক্তব্যে ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘আমরা এ অঙ্গরাজ্যে জিতলে নভেম্বরের সহজেই জিতে যাব।’

রিপাবলিকান পার্টির প্রার্থী বাছাইয়ের দৌড়ে তিনটি রাজ্য নেভাদা, আইওয়া ও নিউ হ্যাম্পশায়ারে জিতেছেন ট্রাম্প। যার মধ্য দিয়ে আগামী নভেম্বরের নির্বাচনে তিনিই যে রিপাবলিকান দলের প্রার্থী হচ্ছেন, তা সহজেই অনুমান করা যাচ্ছে।