বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪

শিরোনাম

রুয়ান্ডা ও কঙ্গোকে উত্তেজনা কমানোর আহ্বান যুক্তরাষ্ট্রের

বুধবার, আগস্ট ১৬, ২০২৩

প্রিন্ট করুন

ওয়াশিংটন, যুক্তরাষ্ট্র: কঙ্গোর সাথে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ার পর তা কমানোর জন্য চাপ প্রয়োগে মঙ্গলবার (১৫ আগস্ট) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন রুয়ান্ডার নেতার প্রতি আহ্বান জানিয়েছেন। খবর এএফপির।

গেল মাসের শেষের দিকে কিনশাসার সামরিক বাহিনী কিগালির দাবি প্রত্যাখান করে তাদের অস্থিতিশীল সীমান্ত এলাকায় প্রবেশ করায় রুয়ান্ডার বাহিনীকে অভিযুক্ত করেছে। কঙ্গোর পূর্বাঞ্চলে বিদ্রোহীদের সমর্থন করার ক্ষেত্রেও কিগালির বিরুদ্ধে অভিযোগ রয়েছে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র বিভাগ বলেছে, ‘কথিত সীমান্ত অনুপ্রবেশ বিষয়ে কোন অবস্থান না নিয়ে ‘উত্তেজনাপূর্ণ পরিস্থিতির’ ব্যাপারে ব্লিঙ্কেন রুয়ান্ডার প্রেসিডেন্ট পল কাগমের সাথে টেলিফোনে ‘ফলপ্রসূ’ আলোচনা করেন।’

ব্লিঙ্কেনের ডেপুটি ভিক্টোরিয়া নুল্যান্ড কিনশাসা পরিদর্শনের পর তিনি এ ফোন করেন।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র বিভাগের বিবৃতিতে বলা হয়, ‘ব্লিঙ্কেন দুই দেশের মধ্যে উত্তেজনার একটি কূটনৈতিক সমাধানের জন্য এক ধরনের মধ্যস্থতার দায়িত্ব পালন করছেন।’