শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪

শিরোনাম

রোববার চট্টগ্রাম বিভাগে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন

বুধবার, জুন ১৪, ২০২৩

প্রিন্ট করুন

চট্টগ্রাম: পুরো দেশের মত আগামী রোববার (১৮ জুন) চট্টগ্রাম বিভাগেও হতে যাচ্ছে দিনব্যাপী জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৩। এ ক্যাম্পেইন সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে বিভাগীয় এডভোকেসী ও পরিকল্পনা সভা রোববার (১১ জুন) সিটির সিনেমা প্যালেস সংলগ্ন রয়েল রোডস্থ চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের আওতাধীন স্বাস্থ্য অধিদপ্তরের জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান ও জাতীয় পুষ্টি সেবার বাস্তবায়নে বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয় সভার আয়োজন করেন।

সভায় জানানো হয়, ১৮ জুন (রোববার) সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত ক্যাম্পেইন চলাকালীন বিভাগীয় পর্যায়ে ৬-১১ মাস বয়সী শিশুকে একটি করে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল (এক লাখ আইইউ) ও ১২-৫৯ মাস বয়সী শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল (দুই লাখ আইইউ) খাওয়ানো হবে।

ভারপ্রাপ্ত বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডাক্তার সুমন বড়ুয়ার সভাপতিত্বে ও হাটহাজারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার রশ্মি চাকমার সঞ্চালনায় সভায় রিসোর্স পার্সন ছিলেন চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. আনোয়ার পাশা ও পরিবার পরিকল্পনা চট্টগ্রাম বিভাগীয় পরিচালক গোলাম মো. আজম। স্বাগত বক্তব্য দেন চট্টগ্রাম বিভাগীয় উপ-পরিচালক (স্বাস্থ্য) ডাক্তার ইফতেখার আহমেদ। মাল্টিমিডিয়ার মাধ্যমে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাতীয় পুষ্টি সেবার প্রোগ্রাম ম্যানেজার ডাক্তার মো. মনিরুজ্জামান।

উন্মুক্ত আলোচনায় অংশ নেন সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ ইলিয়াস হোসেন (চট্টগ্রাম), ডাক্তার মোহাম্মদ শাহাদাৎ হোসাইন (চাঁদপুর), ডাক্তার মাসুম ইফতেখার (নোয়াখালী), ডাক্তার নাসিমা আকতার (কুমিল্লা), ডাক্তার মোহাম্মদ সাবের (খাগড়াছড়ি), মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) চট্টগ্রামের উপ-পরিচালক গাজী গোলাম মওলা, পুলিশের চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি অফিসের এসপি সফিজুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. শহীদুল ইসলাম, পরিবার পরিকল্পনা জেলার উপ-পরিচালক মো. আবুল কালাম (চট্টগ্রাম), ডাক্তার পিন্টু কান্তি ভট্টাচার্য (কক্সবাজার), ডাক্তার অং থোয়াই (বান্দরবান), বাংলাদেশ বেতার চট্টগ্রামের আঞ্চলিক পরিচালক এসএম মোস্তফা সরওয়ার, মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মাধবী বড়ুয়া, সংবাদকর্মী রনজিত কুমার শীল, চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের সহকারী পরিচালক ডাক্তার রুমা ভট্টাচার্য, সহকারী অধ্যাপক (পেডিয়াট্রিক) ডাক্তার জেবীন চৌধুরী, ইসলামিক ফাউন্ডেশনের সহকারী পরিচালক মোহাম্মদ এনায়েত হোসাইন, ইউনিসেফের নিউট্রিশন অফিসার ডাক্তার উবা সুই।

সুমন বড়ুয়া বলেন, ‘ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফল করতে হলে মসজিদ, শিক্ষা প্রতিষ্ঠান, হাটবাজার, বাস স্ট্যান্ড, নৌ-ঘাটসহ গুরুত্বপূর্ণস্থানেও মাইকিং করে সচেতনতামূলক প্রচার-প্রচারণা চালানো হবে। স্বাস্থ্য বিভাগ, সরকারী প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, আনসার-ভিডিপি ও এনজিও সংস্থাগুলোকে ক্যাম্পেইন বাস্তবায়নে এগিয়ে আসতে হবে। স্থায়ী ও অস্থায়ী টিকাদান কেন্দ্রে মাঠকর্মী ও স্বেচ্ছাসেবক বাহিনী শিশুদেরকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর কাজে নিয়োজিত থাকবে।’

ইফতেখার আহমেদ বলেন, ‘ভিটামিন ‘এ’ ক্যাপসুল শিশুর অপুষ্টি, অন্ধত্ব প্রতিরোধ, দেহের স্বাভাবিক বৃদ্ধি নিশ্চিত, হাম ও ডায়রিয়াজনিত মৃত্যুর হার হ্রাসসহ সব ধরনের মৃত্যুর হার হ্রাস করে। পরিবারের রান্নায় ভিটাামিন ‘এ’ সমৃদ্ধ ভোজ্য তেল ব্যবহার শিশুর জন্য যথেষ্ট উপকারী। মা ও শিশুর পুষ্টির জন্য গর্র্ভবতী ও প্রসূতি মায়েদের স্বাভাবিকের চেয়ে বেশি করে ভিটামিন ‘এ’ সমৃদ্ধ প্রাণিজ ও উদ্ভিজ্জ খাবার খেতে দিতে হবে।’