মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪

শিরোনাম

শাহজালাল বিমানবন্দরে লাখ ডলারসহ আটক যুক্তরাষ্ট্রের দুই নাগরিক

শনিবার, জানুয়ারী ২৭, ২০২৪

প্রিন্ট করুন

ঢাকা: হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে এক লাখ ডলার নিয়ে যাওয়ার সময় যুক্তরাষ্ট্রের দুই নাগরিককে আটক করা হয়েছে। অ্যাভিয়েশন সিকিউরিটির (এভসেক) হাতে আটক বাংলাদেশি বংশোদ্ভূত ওই দুই নাগরিক মোহাম্মদ জসিম উদ্দিন (৩৯) ও মোহাম্মদ রেজাউল (৫৯)।

বিমানবন্দরের পাঁট নম্বর আইএনএস গেটের স্ক্যানিং থেকে শুক্রবার (২৬ জানুয়ারি) তাদেরকে আটক করা হয়। বিমানবন্দরের নির্বাহী পরিচালক মোহাম্মদ কামরুল ইসলাম ব্যাপারটি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিমানবন্দরের প্রি-বোর্ডিং চেকে দুই জনকে এক লাখ মার্কিন ডলারসহ আটক করেছে এভসেক। তাদের এসব ডলার বহনের কোন অনুমতি ছিল না। আইনানুগ ব্যবস্থা নিতে আটকদের কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে।

ঢাকা কাস্টমস হাউসের সহকারী রাজস্ব কর্মকর্তা (এআরও) আব্দুল্লাহ আল মামুন জানান, আটক যুক্তরাষ্ট্রের দুই নাগরিকের থেকে এক লাখ ডলার জব্দ করা হয়েছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় এক কোটি দশ লাখ টাকা সমমানের।

এ ব্যাপারে বিমানবন্দর থানায় মানিলন্ডারিংয়ের অভিযোগে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।