শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪

শিরোনাম

শিক্ষার্থীদের সাথে ‘অবৈধ সম্পর্ক’, যুক্তরাষ্টের বিভিন্ন অঙ্গরাজ্য থেকে ছয় শিক্ষিকা ধরা

সোমবার, এপ্রিল ১৭, ২০২৩

প্রিন্ট করুন

যুক্তরাষ্ট্র: শিক্ষার্থীদের সাথে ‘অবৈধ শারীরিক সম্পর্কে’ জড়ানোর অভিযোগে মাত্র দুই দিনের ব্যবধানে ছয় শিক্ষিকাকে গ্রেফতার করা হয়েছে। আলোচিত এ ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। খবর নিউইয়র্ক পোস্ট ও এনডিটিভির।

সম্প্রতি ‘যৌন অসদাচরণের’ দায়ে বিভিন্ন এলাকা থেকে এক এক করে ওই ছয় শিক্ষিকাকে গ্রেফতার করা হয়। এরপর বিষয়টি প্রকাশ্যে এলে যুক্তরাষ্ট্রজুড়ে তা নিয়ে শুরু হয় আলোচনা। গ্রেফতার শিক্ষিকাদের মধ্যে একজন কেন্টাকি অঙ্গরাজ্যের ডানভিলের ৩৮ বছর বয়সী এলেন শেল। তার বিরুদ্ধে আনা অভিযোগে বলা হয়, ‘দুই দাপে ১৬ বছর বয়সী দুই ছাত্রের সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করেছেন শেল। বৃহস্পতিবার (১৩ এপ্রিল) তাকে আদালতে হাজির করা হয়।

গ্রেফতার শিক্ষিকাদের মধ্যে রয়েছেন আরকানসাসের শিক্ষাবিদ ৩২ বছর বয়সী হেথার হেয়ার। ‘ফার্স্ট ডিগ্রি ফেলোনি রেপে’ অভিযুক্ত হয়েছেন তিনি। জানা গেছে, তিনিও তার এক কিশোর ছাত্রের সাথে শারীরিক সম্পর্কে জড়িয়েছিলেন।

গ্রেফতারের তালিকায় রয়েছেন ওকলাহোমার শিক্ষিকা ২৬ বছর বয়সী এমিলি হ্যানকক। ছাত্রের সাথে অবৈধ সম্পর্কের অভিযোগে পুলিশ তাকে গ্রেফতার করেছে। এছাড়া, লিঙ্কন কাউন্টির এক শিক্ষিকাকে ১৫ বছর বয়সী ছাত্রের সাথে শারীরিক সম্পর্কে জড়ানোর অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। তার বিরুদ্ধে আদালতে জমা দেয়া অভিযোগপত্রে বলা হয়, ‘ইমা ডিলানি নামের ওই শিক্ষিকা ওয়েলস্টন পাবলিক স্কুলে শিক্ষকতা করতেন। ওই সময়েই এক ছাত্রের সাথে তার অবৈধ সম্পর্ক হয়।’

আইওয়ার ডেস মইনেসের একটি ক্যাথলিক উচ্চ বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক ৩৬ বছরের ক্রিস্টেন গ্যান্টকে একই ইস্যুতে গ্রেফতার করা হয়েছে শুক্রবার (২৪ এপ্রিল)। এছাড়া, দীর্ঘ দিন ধরে ছাত্রের সাথে অবৈধ সম্পর্ক থাকায় গ্রেফতার করা হয়েছে ৩৩ বছর বয়সী স্কুল শিক্ষক অ্যালিয়ে খেরাদামান্তকে।