শিলিগুড়ি, উত্তরবঙ্গ, ভারত: ভারতের শিলিগুড়িতে অনুষ্ঠিত উত্তরবঙ্গের সবচেয়ে বড় সাংস্কৃতিক অনুষ্ঠান ‘বস্কো ফেস্ট ২০২৩ এ এবারের অন্যতম আকর্ষণ ছিল চট্টগ্রামের সম্ভাবনাময় শিল্পী অভ্র বড়ুয়ার কন্ঠে ‘ইংরেজী ফোক রক গসপেল সংগীত।’ শনিবার (১২ আগস্ট) দুপুরে গানস এন্ড রোসেস এর ‘নক ইন অন হেভেনস ডোর’ নিয়ে মঞ্চে সুরের ঝড় তোলে অভ্র ও তার দল। দুই হাজারেরও বেশি দর্শকের উচ্ছ্বাস দেখে মনে হচ্ছিল না, প্রতিযোগিতার আসর।
পুরো সংগীত জুড়ে যে এনার্জি ছিল, তা বিচারকদেরও নজর কাড়ে। গান শেষে অভ্র বড়ুয়াকে পাঁচজন বিচারকের মধ্যে একজন ডেকে তার নিবেদনের প্রশংসা করেন। অভ্র বড়ুয়ার গানটি পরিচালনা করেন নরত্তোম সাইকিয়া, বিপ্লব দে সরকার ও অনুরাগ। অনুষ্ঠান আয়োজনে সহযোগিতা করেছে ফেডারেল ব্যাংক অব ইন্ডিয়া। ২৪টি স্কুলের মধ্যে সেরা দশে স্থান করে নিয়েছে অভ্র বড়ুয়ার সংগীত।