চট্টগ্রাম: চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির আর্ট গ্যালারিতে ভিডিও কনটেন্ট প্রদর্শনী শুক্রবার (২৫ এপ্রিল) বিকাল পাঁচটা থেকে অনুষ্ঠিত হবে। প্রভাতী শিশু কিশোর আনন্দ উৎসব ২০২৫ উপলক্ষে অ্যাঞ্জেলা আর্ট’স এ প্রদর্শনীর আয়োজন করেছে।
প্রদর্শনীতে শিশু কিশোরদের নিয়ে নির্মিত সচেতনমূলক ৮টি ভিডিও কন্টেন্ট দেখানো করা হবে। এগুলো হল ‘কমোলতা’; ‘আমার মা’; ‘আ-মূল্য’; ‘দৃষ্টিভঙ্গি’; ‘সুতো’; ‘ছুটি’; ‘ভাষা’ ও ‘শো আপ-দান’।
ভিডিও কনটেন্টগুলো পরিচালনা করেছেন নাসরিন হীরা ও মোশারফ ভূঁইয়া পলাশ। এগুলোতে অভিনয় করেছেন গোলাম মাওলা জসিম, মোশারফ ভূঁইয়া পলাশ, নাহিদ আক্তার বৃষ্টি, নাসরিন হীরা, বাপ্পি হায়দার, এনামুল, শ্রেয়সী ¯্রােতস্বিনী, আলিশা, মান, রাবেয়া জামান অ্যাঞ্জেলা, মানু বড়ুয়া, সাজ্জাদ ভূঁইয়া, সরফরাজ উদ্দিন আনাফ, পার্থ, নবীন, তানজিম, শ্রীজয়ী দাশ, কন্যাশ্রী, পূর্ণিমা, সীমান্ত দে, আনজাইম ভূঁইয়া প্রমুখ।
এছাড়া প্রদর্শনী শেষে টেলিফিল্ম ‘হর মুভি’র মহরত অনুষ্ঠান হবে।