শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪

শিরোনাম

শুক্রবার যুক্তরাষ্ট্রে ঈদুল ফিতর

শুক্রবার, এপ্রিল ২১, ২০২৩

প্রিন্ট করুন

নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র: যুক্তরাষ্ট্রে শুক্রবার (২১ এপ্রিল) ঈদুল ফিতর উদযাপিত হবে। এবার যুক্তরাষ্ট্রের সবখানে একই দিনে ঈদ উদযাপিত হবে।

সৌদি আরবের আকাশে বৃহস্পতিবার (২০ এপ্রিল) শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। শুক্রবার (২১ এপ্রিল) ঈদুল ফিতর উদ্যাপন করছেন সৌদি আরববাসী। সৌদি কর্তৃপক্ষ বৃহস্পতিবার (২০ এপ্রিল) এ ঘোষণা দিয়েছে।

ঈদুল ফিতর উদযাপনে নিউইয়র্কসহ উত্তর আমেরিকার বিভিন্ন মসজিদ ও ইসলামিক সেন্টারের উদ্যোগে নেয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। ইতিমধ্যে বিভিন্ন অঙ্গরাজ্যের মসজিদ ও ইসলামিক সেন্টারগুলো থেকে ঈদুল ফিতরের জামাতের ঘোষণা দেয়া হয়েছে। বাংলাদেশি পরিচালিত বিভিন্ন মসজিদে এবং খোলা মাঠে ৩/৪ দফা করে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

এবার বিভিন্ন মুসলিম সেন্টার ও মসজিদের উদ্যোগে মসজিদে এবং খোলা মাঠে বড় পরিসরে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। বিভিন্ন মসজিদে ঈদের জামাতে পুরুষদের পাশাপাশি মহিলাদের জন্যও ঈদের নামাজের ব্যবস্থা করা হয়েছে।