সোমবার, ২১ অক্টোবর ২০২৪

শিরোনাম

শেখ হাসিনা দেশে এসে বিচারের মুখোমুখি হবেন, আশা অ্যাটর্নি জেনারেলের

রবিবার, অক্টোবর ২০, ২০২৪

প্রিন্ট করুন

ঢাকা: অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, ‘প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগে কথায় কথায় তার বিরোধীদের সাহস থাকলে দেশে এসে বিচারের মুখোমুখি হওয়ার আহ্বান জানাতেন। এখন তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে গ্রেফতারিরি পরোয়ানা জারি করা হয়েছে। আমি আশা করি, শেখ হাসিনা দেশে এসে বিচারের মুখোমুখি হবেন।’

রোববার (২০ অক্টোবর) সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিল পুনর্বহাল করে সংবিধানের ষোড়শ সংশোধনীর রায়ের রিভিউ নিষ্পত্তির পর ব্রিফিংয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। এ সময় অ্যাটর্নি জেনারেল বলেন, ‘এ রায়ের ফলে উচ্চ আদাতল থেকে দুর্বৃত্তায়নের রাজনীতির অবসান হবে।’

আরেক প্রশ্নের উত্তরে অ্যাটর্নি জেনারেল বলেন, ‘শেখ হাসিনাকে ফিরিরে আনতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যবস্থা নেয়ার সুযোগ রয়েছে। ইন্টারপোলের সহযোগিতা নিয়েও শেখ হাসিনাকে ফিরে আনা হতে পারে।’

সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণা বহাল রেখে আপিল বিভাগের রায় পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদন নিষ্পত্তি করে আদেশ দিয়েছেন দেশের সর্বোচ্চ আদালত। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ছয় সদস্যের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ রোববার (২০ অক্টোবর) এ সিদ্ধান্ত দিয়েছেন।

এ রায়ের ফলে কোন বিচারপতির বিরুদ্ধে অসমর্থতা ও পেশাগত অসদাচরণের কোন অভিযোগ উঠলে, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে তদন্ত করে ব্যবস্থা নেয়া যাবে বলে জানিয়েছেন আইনজীবীরা।