নিউইয়র্ক সিটি, যুক্তরাষ্ট্র: প্রতি বছরের ন্যায় যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বসেছিল ফ্যাশনের হাট। ‘নিউইয়র্ক ফ্যাশন উইক’ খ্যাত এ উৎসবটির গুরুত্ব ও মর্যাদা গ্ল্যামার ওয়ার্ল্ডে অনেক। পৃথিবীর বড় বড় ব্র্যান্ড এ উপলক্ষে বছরের বসন্ত ও গ্রীষ্মের পোশাকের কালেকশন প্রদর্শন করে। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে নামজাদা ফ্যাশন ডিজাইনার ও মডেলরা হাজির হন এখানে। ক্যামেরার আলোর ঝলকানির মধ্যে চলে বিভিন্ন দেশের পোশাকের প্রদর্শনী। ফ্যাশন উইকটি ৬ সেপ্টেম্বর শুরু হয়েছে ও ১১ সেপ্টেম্বর শেষ হয়।
চলুন একনজরে দেখে আসি নিউইয়র্ক ফ্যাশন উইক মাতানো কিছু ব্রান্ড সম্পর্কে-
রাল্ফ লরেন: রাল্ফ লরেনের সর্বশেষ সংগ্রহে সুপার মডেল নাওমি ক্যাম্পবেল ও ক্যাসি মুসগ্রেভসসহ বিখ্যাত অনেকে র্যাম্পে হেঁটেছেন। এবারের কালেকশন উপকূলীয় স্নিগ্ধতাকে মাথায় রেখে সাদা ও নীল রঙের প্যালেটে সাজিয়েছেন তারা। এবারের তাদের নয়া কালেকশনে নারী ও পুরুষ- উভয়ের জন্যই পোশাক রাখা হয়েছে। প্রতিটি পোশাকের কাট অত্যন্ত মিনিমাল। আগাগোড়া স্নিগ্ধতায় ভরপুর। এ সংগ্রহে মেয়েদের জন্য রয়েছে এ-লাইন মিনি ড্রেস, স্কার্ট-স্যুট কো-অর্ড সেট, শার্ট, ওয়াইড প্যান্ট, টপ।
এরিয়া: নিউইয়র্কের ব্র্যান্ড এরিয়া তাদের দশ বছর পূর্তি উদযাপন উপলক্ষে অ্যাভান্ট-গার্ডে ক্রিয়েশনের পোশাক নিয়ে আসে। পুঁতিযুক্ত হাত, শক্তভাবে সংকুচিত নাইলন হাত যেটা আবার পালকের মত করে তৈরি করা হয়েছে। তাদের নয়া সংগ্রহের সব কটি পোশাক ছিল চোখধাঁধানো। বিভিন্ন ডিজাইনের শর্ট ও লং গাউন, প্যান্ট ও টপ সেট, স্যুট-স্কার্ট ছিল দেখার মত।
কলিনা স্ট্রাডার: যুক্তরাষ্ট্রের ফ্যাশন ডিজাইনার হিলারি টেমরের ব্র্যান্ড কলিনা স্ট্রাডার পোশাকের ক্ষেত্রে সব সময় বিভিন্নতা নিয়ে আসে। এবারে তাদের কালেকশনে মেয়েদের জন্য হল্টারনেক টপ প্যান্ট সেট, পাওয়ার স্যুট, স্কার্ট-স্যুট, কোটে একটু ভিন্নধর্মী প্যাটার্ন রয়েছে। স্কার্টের একটি লাইনআপের সাথে অলংকৃত ফুল ও টায়ার্ড রাফেলের মাধ্যমে মৌলিক বিষয়গুলোতে ফুটিয়ে তুলেছেন। গ্রিন লেডি অব ব্রুকলিন নামে পরিচিত এলিজাবেথ সুইট হার্টের মত মডেলরা র্যাম্প মাতিয়েছেন, যা এখন পর্যন্ত সবচেয়ে বৈচিত্র্যময় কাস্টিংগুলোর মধ্যে অন্যতম।
প্রবাল গুরুং: আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নেপালি বংশোদ্ভূত ডিজাইনার প্রবাল গুরুংয়ের ডিজাইন করা নজরকাড়া সব পোশাকে দেখা গেছে মডেলদের। ‘হোলি হোপ’ শিরোনামে এবারের সংগ্রহটি তার নেপাল ভ্রমণের সময় হোলি উদযাপনের আনন্দ ও রং প্রদর্শন করেছে। টুইল, সিল্ক, শিফন কাপড়ের তৈরি পোশাকে অরগাঞ্জা আর স্যাটিনের ফুল বসানো হয়েছে। এ ছাড়া সোনালি-রুপালি অব শোল্ডারের ড্রেসটির নেকলাইনও দারুণ বোল্ড আর গভীর ছিল, যা নজর কেড়েছে সকলের।
উইলি চাভারিয়া: উইলি চাভারিয়া আমেরিকান এ ফ্যাশন ডিজাইনারের সিলুয়েট, অতিরঞ্জিত কলার ও গুয়াবেরা শার্ট, ক্লাসিক ওয়ার্কওয়্যার কোট, ওয়াইড প্যান্ট, শর্টস, জ্যাকেট- এ পোশাকগুলো বেশ নজর কেড়েছে। উইলি চাভারিয়া এবার প্যাস্টেল রংকে প্রাধান্য দিয়েছেন। এর মধ্যে আছে মিন্ট গ্রিন, ডাস্টি পিঙ্ক, পেইল ব্লু ও পেইল ইয়েলো। প্যাস্টেলকে প্রাধান্য দিতে গিয়ে কিন্তু উইলি চাভারিয়া ক্ল্যাসিক সাদা, লাল ও কালোকে একদমই অবহেলা করেননি। আমেরিকান গায়িকা সিয়ারা উইলি চাভারিয়া ডিজাউন করা হটেস্ট প্রিন্টের পোশাক বেছে নিয়েছিলেন। একটি বড় আকারের পিক ল্যাপেল কোট, উঁচু গলা ব্লাউজ ও ব্যাগি ট্রাউজার পরে সকলের নজর কেড়েছেন।
এমিলি রাতাজকোস্কি: অভিনেত্রী, মডেল এমিলি রাতাজকোস্কি নিউইয়র্ক ফ্যাশন সপ্তাহের অনানুষ্ঠানিক জন্য ট্রানজিশনাল ড্রেস থেকে বেরিয়ে এসে একটি ফ্লেয়ার্ড কালো চামড়ার ম্যাক্সি স্কার্ট, হাই-নেক টপ ও সাদা হাঁটু উচ্চ বুটের সমন্বয়ে পোশাক বেছে নিয়ে ছিলেন। রাতাজকোভস্কির সাথে একটি চেরি-লাল পার্স, সিলভারের কানের দুলের মাধ্যমে নজর কেড়েছেন।
জোয় কিং: কিসিং বুথ তারকা জোয় কিংয়ের পোশাকটি ছিল একেবারে সাদামাটা। রাল্ফ লরেনের একটি লাল ও বেজ ভার্সিটি জ্যাকেট, চওড়া পায়ের জিন্স, নীল-সাদা ডোরাকাটা বোতাম-ডাউন শার্ট পরে এসেছিলেন তিনি।