চট্টগ্রাম: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম মৃত্যু বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বেতার ও টেলিভিশনের তালিকাভুক্ত কণ্ঠশিল্পী সামশুল হায়দার তুষারের ‘আর একটা মুজিব দেনা’ মৌলিক গানের মোড়ক উম্মোচন অনুষ্ঠান সোমবার (১৪ আগস্ট) বিকালে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির আর্ট গ্যালারি হলে অনুষ্ঠিত হয়েছে। স্বরলিপি সাংস্কৃতিক অঙ্গন এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন।
গীতিকার আবছার উদ্দিন অলির সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র মো. গিয়াস উদ্দিন, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য শাহ নেওয়াজ চৌধুরী, নাট্যজন সাইফুল আলম বাবু, চট্টগ্রাম মঞ্চ সংগীত শিল্পী সংস্থার সভাপতি আলাউদ্দিন তাহের, স্বরলিপি সাংস্কৃতিক অঙ্গনের উপদেষ্টা রিয়াজ ওয়াইজ।
অনুষ্ঠানে স্বাগত দেন রাখেন সাংস্কৃতিক সংগঠক আহিল সিরাজ। বক্তব্য দেন সংগীত শিল্পী সামশুল হায়দার তুষার, চট্টগ্রাম মঞ্চ সংগীত শিল্পী সংস্থার সাধারণ সম্পাদক কামরুল আজম চৌধুরী টিপু, স্বরলিপি সাংস্কৃতিক অঙ্গনের সদস্য সচিব নুরুল আলম, সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক জাফর ইকবাল, ছাত্রনেতা বিশ্বনাথ বিশু, আবু নাঈম, জাহেদ তানছির, রোটারিয়ান ইউসুফ খান, সোমা মুৎসুদ্দী।
গানটির কথা ও সুর করেছেন দীলিপ কুমার রায়। সংগীত পরিচালনা করেছেন আলাউদ্দিন আলো।