সোমবার, ২৫ নভেম্বর ২০২৪

শিরোনাম

শ্রম আপিল ট্রাইব্যুনাল: জামিন পেলেন মুহাম্মদ ইউনূস

বৃহস্পতিবার, মে ২৩, ২০২৪

প্রিন্ট করুন

ঢাকা: শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে করা মামলায় মুহাম্মদ ইউনূসের জামিন আগামী ৪ জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে। ইউনূসের আইনজীবী ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন এ তথ্য জানিয়েছেন।

বৃহস্পতিবার (২৩ মে) শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে করা মামলায় ছয় মাসের সাজাপ্রাপ্ত ইউনূসের স্থায়ী জামিন চেয়ে আবেদন করেন তার আইনজীবী আব্দুল্লাহ আল মামুন।

এর পূর্বে, বৃহস্পতিবার (২৩ মে) বেলা ১১টার দিকে কাকরাইলে অবস্থিত শ্রম আপিল ট্রাইব্যুনালে আসেন তিনি। এ সময় তার সাথে ছিলেন আইনজীবীসহ সংশ্লিষ্টরা।

গেল ১৬ এপ্রিল শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে করা মামলায় মুহাম্মদ ইউনূসকে ২৩ মে পর্যন্ত জামিন দিয়েছিলেন শ্রম আপিল ট্রাইব্যুনাল।

ওই সময় আদালতে ইউনূসের পক্ষে শুনানি করেছিলেন আবদুল্লাহ আল মামুন। কলকারখানা অধিদপ্তরের পক্ষে ছিলেন অ্যাডভোকেট খুরশীদ আলম খান।

গেল ১৬ এপ্রিল শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে করা মামলায় ছয় মাসের সাজাপ্রাপ্ত মুহাম্মদ ইউনূসকে ২৩ মে পর্যন্ত জামিন দিয়েছিলেন শ্রম আপিল ট্রাইব্যুনাল। বৃহস্পতিবারই (২৩ মে) শেষ হয় তার জামিনের সময়কাল। সে কারণে নতুন করে জামিন নিতে বৃহস্পতিবার (২৩ মে) ফের শ্রম আপিল ট্রাইব্যুনাল এসেছিলেন ইউনূস।