সোমবার, ২১ অক্টোবর ২০২৪

শিরোনাম

সংহতি সফরে ইউক্রেনে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী অস্টিন

সোমবার, অক্টোবর ২১, ২০২৪

প্রিন্ট করুন
লয়েড অস্টিন

কিয়েভ, ইউক্রেন: যুক্তরাষ্ট্রের নির্বাচনের কয়েক সপ্তাহ আগে সমর্থন প্রদর্শনে সোমবার (২১ অক্টোবর) সকালে ইউক্রেনের রাজধানী কিয়েভে পৌঁছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন। খবর এএফপির।

এমন এক সময়ে অস্টিনের এ সফর হচ্ছে, যখন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির পশ্চিমা মিত্রদের দূরপাল্লার অস্ত্রের ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা তুলে নেয়ার ও ন্যাটোতে যোগদানের জন্য অবিলম্বে আমন্ত্রণ জানানোর আহ্বান জানাচ্ছেন।

আগামী মাসে ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হয়ে হোয়াইট হাউসে এলে যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা হ্রাস পাবে বলে আশঙ্কা করছে ইউক্রেন।

অস্টিন রেলওয়ে স্টেশনে নিজের একটি ছবি পোস্ট করে এক্সে লিখেছেন, ‘আমি প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে চতুর্থ বারের মত ইউক্রেনে এসেছি।’

তিনি বলেন, ‘তার অঘোষিত সফর প্রমাণ করেছে, ‘আন্তর্জাতিক সম্প্রদায়ের পাশাপাশি যুক্তরাষ্ট্র ইউক্রেনের পাশে দাঁড়িয়েছে।’

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ বলেছে, ‘অস্টিন ‘ইউক্রেনীয় নেতৃত্বের সঙ্গে দেখা করবেন এবং যুদ্ধক্ষেত্রে রাশিয়ার দখল থেকে রক্ষা করার জন্য ইউক্রেনকে প্রয়োজনীয় নিরাপত্তা সহায়তা প্রদানের যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি জোরদার করবেন।’

এতে বলা হয়, ‘অস্টিন সেখানে একটি বক্তৃতাও দেবেন।’

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন শুক্রবার (১৮ অক্টোবর) জার্মানি, ফ্রান্স ও ব্রিটেনের নেতাদের সঙ্গে ইউক্রেনের সমর্থন অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করে রাশিয়ার অব্যাহত আগ্রাসনের নিন্দা করেছেন।