বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫

শিরোনাম

সবিতা মাদার অ্যান্ড চিলড্রেন ফাউন্ডেশনের উদ্যোগে নিউইয়র্কে ‘মা দিবস’ উদযাপন

বুধবার, মে ১৪, ২০২৫

প্রিন্ট করুন

নিউইয়র্ক: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে মা দিবস উদযাপন করেছেন প্রবাসী বাংলাদেশিরা।

রোববার (১১ মে) জ্যাকসন হাইটসের জুইশ সেন্টারে দিনব্যাপী নানা আয়োজনে অংশ নেন সাংবাদিক, মুক্তিযোদ্ধা ও কমিউনিটি নেতারা।

‘সবিতা মাদার অ্যান্ড চিলড্রেন ফাউন্ডেশন’-এর আয়োজনে ‘মা আমার মা, স্নেহময়ী মা’ স্লোগানে উপস্থিত প্রত্যেক মাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

সংগঠনের প্রতিষ্ঠাতা সবিতা দাসের নেতৃত্বে এ অনুষ্ঠানে অতিথি ছিলেন নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলিম্যান স্টিভেন রাগা।

তিনি বলেন, ‘এই দিবসটি শুধু মায়েদের জন্যই নয়, এটি একটি কমিউনিটির উন্নয়নকেও সামনে নিয়ে আসে। আমি পার্লামেন্টের ব্যস্ততা সত্ত্বেও এসেছি। কারণ মায়েরা প্রতিদিন আমাদের সমাজে অপরিসীম অবদান রাখছেন।’

শুভেচ্ছা বক্তব্য দেন মুক্তিযোদ্ধা ও সাংবাদিক লাবলু আনসার, রাশেদ আহমেদ, কমিউনিটি নেতা প্রভাত দাস। সঞ্চালনায় ছিলেন মুনমুন সাহা।

সবিতা দাস বলেন, ‘বহুজাতিক সমাজে বাংলাদেশি নারীদের প্রতিনিধিত্ব প্রতিনিয়তই বাড়ছে। এই গতিকে ধরে রাখতে হবে নিজেদের জন্য, পরিবারের জন্য ও দেশের উন্নয়নের স্বার্থে।’

আয়োজনে ছিল কবিতা আবৃত্তি ও সঙ্গীতানুষ্ঠান। রবীন্দ্র একাডেমির কর্মকর্তা রুমা চৌধুরী কবিতা আবৃত্তি করেন। পাশাপাশি গান শোনান ‘বহ্নিশিখা সঙ্গীত নিকেতন’-এর শিল্পীরা।

অনুষ্ঠানে অংশ নেন রুনা রয়, শাকিলা রুনা, রুমা চৌধুরী, মুনমুন সাহা, সৌভিথ চৌধুরী, অরুনা সাহা, সুস্মিতা হালদার, পারিজাত দাস, শিলা চন্দ্র, সুশীল সিনহা, চন্দনা ভট্টাচার্য, সৈয়দ আহমদ বাবলা, ফারজিন স্বর্ণা, অনুষ্কা সেনগুপ্ত, কামরুল ইসলাম, সোমা রোজারিয়ো, ইমন বিশ্বাস, জুলি খাস্তগীর, দীপক দাস, আয়েশা খান, প্রদীপ কুন্ডু, অঙ্কিতা বিশ্বাস, অথরা ঘোষ, সুদেষ্ণ সাহা, অস্মিতা মন্ডল, অনামিকা চন্দ, রায়াশি বিশ্বাস, মিথি বড়ুয়া, পূর্ণ চৌধুরী, সপ্তর্ষী বণিক, পূজা দাস, উইলি নন্দী, প্রিণা নন্দী ও সৃজিতা হিয়া।