মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫

শিরোনাম

সরানো হচ্ছে বহু জ্যেষ্ঠ কূটনীতিককে, ‘ডিপ স্টেট’ ভাঙবেন ট্রাম্প!

মঙ্গলবার, জানুয়ারী ২১, ২০২৫

প্রিন্ট করুন

ওয়াশিংটন, যুক্তরাষ্ট্র: শপথ নেয়ার আগেই পররাষ্ট্র মন্ত্রণালয়ের ২০ জন কর্মকর্তাকে সরিয়ে দিয়েছে ট্রাম্প প্রশাসন। ‘ডিপ স্টেট’ ভাঙতে এক ডজনের বেশি জ্যেষ্ঠ কূটনীতিককে সরে যেতে বলা হয়েছে। পররাষ্ট্র নীতি ঢেলে সাজাতেই এমন পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানা গেছে। সংবাদ বিবিসি, সিবিসি নিউজের।

ডিপ স্টেট ভাঙতে সরকারি কর্মকর্তাদের ওপর খড়গহস্ত যুক্তরাষ্ট্রের নয়া প্রশাসন। সদ্য বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের সঙ্গে কাজ করা এক ডজনের বেশি জ্যেষ্ঠ কূটনীতিককে সরে যেতে বলেছে নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন।

শপথের আগেই পররাষ্ট্র মন্ত্রণালয়ের ২০ কর্মকর্তাকে ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে অব্যাহতি দেয়া হয়েছে। তাদের জায়গায় অনুগত কর্মকর্তাদের নিয়োগ দেয়ার প্রক্রিয়া চলছে।

এছাড়া, আগের বিভিন্ন স্তরের কর্মকর্তাদের পদত্যাগ করতে বলা হয়েছে। এর মধ্যে পররাষ্ট্র দফতরের বিভিন্ন অভ্যন্তরীণ সমন্বয়ের দায়িত্বে থাকা তিনজন কূটনীতিকও আছেন।

ট্রাম্প তার প্রশাসন সাজাতে দ্রুত পদক্ষেপ নিয়েছেন। এতে দেশটির পররাষ্ট্রনীতি আরও শক্তিশালী এবং কার্যকর হবে বলে মনে করা হচ্ছে। ট্রাম্পের এসব উদ্যোগের কারণে দেশের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রাজনৈতিক সমীকরণে বড় পরিবর্তন আসতে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকরা।

এদিকে, যুক্তরাষ্ট্রের পরবর্তী পররাষ্ট্রমন্ত্রী হিসেবে ফ্লোরিডা অঙ্গরাজ্যের রিপাবলিকান সিনেটর মার্কো রুবিওকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে দেশটির সিনেট।

স্থানীয় সময় সোমবার (২০ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের শপথের দিনেই নতুন পররাষ্ট্রমন্ত্রী পদে রুবিওর নিয়োগ চূড়ান্ত হয়। এর মধ্য দিয়ে, এই প্রথম লাতিনো বংশোদ্ভূত কোনো রাজনীতিক যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হচ্ছেন।

মার্কো রুবিও সর্বসম্মতভাবে ৯৯-০ ভোট পেয়ে এ পদের জন্য নিশ্চিত হয়েছেন। পররাষ্ট্রমন্ত্রী হিসেবে চূড়ান্ত নিয়োগ পাওয়ার পর এক তাৎক্ষণিক প্রতিক্রিয়া মার্কো বলেন, ‘এ পদের জন্য নির্বাচিত হওয়ার নিশ্চিত খবরটি পেয়ে আমি দারুণ অনুভব করছি। এটি আমার জন্য বড় সম্মানের বিষয়।’

ফ্লোরিডায় জন্ম নেয়া এই রাজনীতিবিদ যুক্তরাষ্ট্রের ভূ-রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী যেমন চীন, রাশিয়া, ইরান ও কিউবার বিষয়ে শক্তিশালী পররাষ্ট্রনীতির সমর্থক। এছাড়া, তিনি কট্টর ইসরাইলপন্থি হিসেবে পরিচিত।