ঢাকা দক্ষিণ: ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম ও সেক্রেটারি শহীদুল ইসলাম বিতর্কিত ‘ডিজিটাল নিরাপত্তা আইন’ পরিবর্তন করে ‘সাইবার নিরাপত্তা আইন’ করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
বৃহস্পতিবার (৩১ আগস্ট)গণ মাধ্যমে পাঠানো যুক্ত বিবৃতিতে তারা বলেন, ‘এ আইন জনতার টুটি চেপে ধরার আইন। এ আইন স্বাধীন গণমাধ্যমের চরম অন্তরায়। এ আইন গণমাধ্যম কর্মীদের হয়রানি করার আইন। এ আইন স্বাধীন বাংলাদেশের সংবিধান পরিপন্থী। এ আইন মূলত ডিজিটাল নিরাপত্তা আইনের খোলস। এ আইন কার্যকর হলে মানুষের বাকস্বাধীনতা কেড়ে নেয়া হবে। সাংবাদিকদের টুটি চেপে ধরা হবে।’
তারা ‘সাইবার নিরাপত্তা আইন’ নামে কালো আইন বাতিল করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘সাধারণ জনগণ ও গণমাধ্যম কর্মীদের হয়রানি করার এ আইন দ্রুত বাতিল করতে হবে।’
তারা বলেন, ‘খোলস বদলে জনতার চোখ ফাঁকি দিয়ে কালো কানুন করার সরকারের মতলব উদ্দেশ্যপ্রণোদিত। এ কালো কানুন বাতিল করা না হলে জনগণকে সাথে নিয়ে মিডনাইট সরকারের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।’