বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫

শিরোনাম

সাবেক সচিব ও কুটনীতিক আব্দুর রউফকে জালালাবাদ অ্যাসোসিয়েশন ক‍্যালিফোর্নিয়ার সংবর্ধনা

মঙ্গলবার, মে ২৭, ২০২৫

প্রিন্ট করুন

ক‍্যালিফোর্নিয়া: সিলেটের কৃতি সন্তান, সাবেক কুটনীতিক ও অতিরিক্ত সচিব মো. আব্দুর রউফের লস এঞ্জেলেসে আগমন উপলক্ষে তাকে সংবর্ধনা দিয়েছে জালালাবাদ অ্যাসোসিয়েশন অব ক‍্যালিফোর্নিয়া।

শুক্রবার (২৩ মে) সন্ধ্যায় লস এঞ্জেলেস শহরের অদূরে টারজানায় আগ্রা তান্দুরী রেস্টুরেন্টে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সস্ত্রীক রউফকে অভ্যর্থনা দেওয়া হয়।

এসোসিয়েশনের সভাপতি আবুল মুনিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লায়েক আহমেদের সঞ্চালনায় অতিথিকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান এসোসিয়েশনের সাংস্কৃতিক সম্পাদক সুমেন আহমেদ ও ফাতেমা উদ্দিন খুকী।

অনুষ্ঠানে মো. আব্দুর রউফ বলেন, ‘আমারা দেশকে রিপ্রেজেন্ট করি নির্দিষ্ট কিছু কর্মসূচির মাধ্যমে, আর আপনারা হচ্ছেন বিদেশের মাটিতে দেশের প্রকৃত প্রতিনিধি, আপনারাই হচ্ছেন জ্ঞানীগুনী, আলোকিত মানুষ। আপনাদের ডেডিকেশন দিয়ে আপনারা স্ব স্ব যায়গায় প্রতিষ্ঠিত হয়েছেন। হাজার মাইল দূরের পথ থেকে এসে আপনাদের মাঝে কিছু সময় কাটাতে পেরে খুব আনন্দিত।’

তিনি আরো বলেন, ‘আমরা যারা আমেরিকায় বসবাস করি, আমরা যেন আমাদের পরবর্তী প্রজন্মকে দেশীয় সংস্কৃতি, ধর্মীয় অনুভূতি, আতিথেয়তা ইত্যাদির সংস্পর্শে রেখে তাদেরকে গড়ে তুলি।’

আব্দুর রউফ জালালাবাদ এসোসিয়েশনের বিভিন্ন কার্যক্রম যেমন বার্ষিক গ্র্যাজুয়েট স্টুডেন্ট এওয়ার্ড সিরিমনি, চ‍্যারিটি ফান্ডের মাধ্যমে দেশের বিভিন্ন দুর্যোগ মোকাবেলায় অবদান রাখা কিংবা অসহায়দের সহায়তা করা, সিনিয়র ডে পালন করা, কমিউনিটির জন্য একটা কবরস্থানের জমি কেনার মহাপরিকল্পনার বিস্তারিত শুনে সাধুবাদ জানান।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন জালালাবাদ অ্যাসোসিয়েশনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবুল হান্নান, বীর মুক্তিযোদ্ধা খায়রুল ইসলাম চৌধুরী লুকু, গোলাম কিবরিয়া, লুৎফর কবির চৌধুরী রুমি, আব্দুল বাছিত, সিনিয়র সহসভাপতি নাসির সৈয়দ জেবুল, সাবেক সভাপতি ও চ‍্যারিটি কমিটির সদস্য আনোয়ার হোসেন রানা।

আব্দুর রউফ মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলাধীন কারমাকান্দি গ্রামের সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। রউফ কুলাউড়া নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক ও মুরারী চাঁদ বিশ্ববিদ্যালয় কলেজ সিলেট থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি লাভ করে। এরপর বিসিএস পরীক্ষায় অভূতপূর্ব ফলাফল অর্জন করে টিএনও হিসেবে প্রথম সরকারি চাকরিতে যোগদানের মাধ্যমে কর্মজীবন শুরু করেন। পরে তিনি কূটনৈতিক হিসেবে ইউরোপের ছয়টি দেশে কর্মরত ছিলেন।