শনিবার, ২৩ নভেম্বর ২০২৪

শিরোনাম

সিএনএনের বিরুদ্ধে মান হানিার মামলা ট্রাম্পের

মঙ্গলবার, অক্টোবর ৪, ২০২২

প্রিন্ট করুন

ফ্লোরিডা, যুক্তরাষ্ট্র: মানহানির অভিযোগে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সম্প্রচার মাধ্যম সিএনএনের বিরুদ্ধে মামলা করেছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (৩ অক্টোর) ফ্লোরিডার একটি আদালতে এ মামলা করেন তিনি।

ট্রাম্পের অভিযোগ, তার বিরুদ্ধে ‘মানহানি ও অপবাদের প্রচারণা’ চালিয়েছে সিএনএন। তবে মামলার বিষয়ে এখনো কোন মন্তব্য করতে রাজি হয় নি সিএনএন।

সিএনএনের কাছে সাড়ে ৪৭ কোটি ডলার ক্ষতিপূরণও দাবি করেছেন রিপাবলিকান পার্টির এ নেতা।

ডোনাল ট্রাম্প তার ২৯ পৃষ্ঠার মামলায় দাবি করেছেন, সিএনএন দীর্ঘ দিন ধরেই তার সমালোচনা করে আসছিল। কিন্তু সাম্প্রতিক মাসগুলোতে এ নিউজ নেটওয়ার্কটি তার প্রতি আক্রমণ আরো বাড়িয়ে দিয়েছে। কারণ, তারা ভয় পাচ্ছে যে, তিনি ২০২৪ সালে ফের প্রেসিডেন্ট পদে নির্বাচিত হওয়ার জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন।

মামলায় বেশ কয়েকটি উদাহরণের তালিকা রয়েছে, যেখানে সিএনএন ট্রাম্পকে হিটলারের সাথে তুলনা করতে দেখা গেছে। যার মধ্যে ২০২২ সালের জানুয়ারিতে উপস্থাপক ফরিদ জাকারিয়ার একটি বিশেষ প্রতিবেদনও যুক্ত করা হয়েছে, যাতে জার্মান একনায়কের ফুটেজ অন্তর্ভুক্ত ছিল।