শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫

শিরোনাম

সিরিয়ায় অপহৃত যুক্তরাষ্ট্রের সাংবাদিক অসটিন বেঁচে আছেন

শনিবার, ডিসেম্বর ৭, ২০২৪

প্রিন্ট করুন

ওয়াশিংটন, যুক্তরাষ্ট্র: ২০১২ সালে সিরিয়াতে অপহৃত যুক্তরাষ্ট্রের সাংবাদিক অসটিন টাইসের মা সাংবাদিকদের বলেছেন যে, তার ছেলে বেঁচে আছে ও ভাল আছে।’

তবে, অসটিন টাইসের মা ডেবরা টাইস যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত কিছু বলেননি।

ফ্রীল্যান্স ফটো সাংবাদিক অসটিন টাইস ২০১২ সালের ১৪ আগস্ট দামেস্কের পার্শ্ববর্তী দেরায়ার একটি চেক পয়েন্ট থেকে অপহৃত হন। অপহরণের পর থেকে অসটিন বিষয়ে তেমন কিছু জানা যায়নি। কেবল সেপ্টম্বর মাসে চোখ-মুখ বাধা অবস্থায় এক ভিডিওতে দেখা যায়। যখন তার বয়স ছিল ৩১।

অবশ্য অপহরণকারীদের সম্পর্কেও তেমন কিছু জানা যায় না। অসটিন টাইস ফরাসি বার্তা সংস্থা এএফপি, ওয়াশিংটন পোস্ট এবং সিবিএস নিউজের পক্ষে সে সময় কাজ করছিলেন।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ২০২২ সালে টাইসকে আটকে রাখার জন্য সিরিয়াকে অভিযুক্ত করে এবং দ্রুত তার মুক্তির বিষয়ে দেশটিকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানায়। যদিও সিরিয়া তা অস্বীকার করে।

২০২০ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অসটিন টাইসের বিষয়ে জানতে সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদকে বার্তা পাঠিয়েছিলেন।