ঢাকা: সাংস্কৃতিক যোগাযোগ ও শিক্ষাগত সুযোগ তৈরির ক্ষেত্রে যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক প্রতিষ্ঠান ব্রিটিশ কাউন্সিল এবার দশম বারের মত এর মর্যাদাপূর্ণ স্টাডি ইউকে অ্যালামনাই অ্যাওয়ার্ড প্রোগ্রামে অংশ নিতে আবেদন আহ্বান করেছে। বিশ্বজুড়ে যুক্তরাজ্যের অ্যালামনাইদের অনন্য অর্জনগুলোর স্বীকৃতি দিতে এ অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে।
নানা ক্ষেত্রে অসামান্য অর্জন ও ইতিবাচক প্রভাবগুলোতে গুরুত্বারোপ করতে, সায়েন্স অ্যান্ড সাসটেইনেবিলিটি, কালচার অ্যান্ড ক্রিয়েটিভিটি, সোশ্যাল অ্যাকশন ও বিজনেস অ্যান্ড ইনোভেশন- এই চারটি ক্যাটাগরিতে স্টাডি ইউকে অ্যালামনাই অ্যাওয়ার্ড দেয়া হয়। যোগ্য প্রার্থীরা অ্যালামনাই অ্যাওয়ার্ডের জাতীয় ও আন্তর্জাতিক দুই ক্ষেত্রেই প্রতিযোগিতায় অংশ নেয়ার সুযোগ পাবেন। গ্লোবাল অ্যালামনাই অ্যাওয়ার্ডে অংশগ্রহণকারীরা তাদের আন্তর্জাতিক প্রোফাইল সমৃদ্ধ করার পাশাপাশি পেশাগত নেটওয়ার্ক বাড়ানোর ও যুক্তরাজ্য ভ্রমণ করে পেশাগত নেটওয়ার্ক কাজে লাগিয়ে নিজেদের ক্যারিয়ার এগিয়ে নেয়ার সুযোগ পাবেন। একইসাথে, বাংলাদেশসহ নির্দিষ্ট কিছু দেশ তাদের ফাইনালিস্টদের নিয়ে জাতীয় পর্যায়ে অনুষ্ঠানের আয়োজন করবে। পুরস্কারের জন্য আবেদন জমা দেয়ার সর্বশেষ সময় আগামী ২২ অক্টোবর।
মর্যাদাপূর্ণ এই অ্যালামনাই অ্যাওয়ার্ড জয়ীরা আন্তর্জাতিক ক্ষেত্রে প্রোফাইল সমৃদ্ধ করতে পারবেন ও পেশাগত নেটওয়ার্ক ও ব্যবসায়িক যোগাযোগ বাড়াতে পারবেন। উপরন্তু, তারা যুক্তরাজ্যে একটি পেশাদার নেটওয়ার্কিং সফর জিতবে। আগামী বছর গ্লোবাল অ্যালামনাই অ্যাওয়ার্ডের ফাইনালিস্ট ও জয়ীদের নাম ঘোষণা করা হবে ও একটি ডিজিটাল ক্যাম্পেইনের মধ্য দিয়ে তাদের গল্প ও সাফল্যের চিত্র সবার সামনে তুলে ধরা হবে।
গত কয়েক বছর ধরে শিক্ষার ক্ষেত্রে যুক্তরাজ্য বাংলাদেশি শিক্ষার্থীদের জনপ্রিয় গন্তব্যে পরিণত হয়েছে। বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে যাওয়া শিক্ষার্থীর সংখ্যাও উল্লেখযোগ্য হারে বেড়েছে। কমিউনিটি, শিল্প খাত ও জাতির ক্ষেত্রে অনবদ্য অবদান রাখছে- এমন বাংলাদেশি অ্যালামনাইদের অর্জনের কারণেই এই তৎপরতা সম্ভব হয়েছে। এসব অ্যালামনাইদের সম্মানিত করতে ও তাদের আশপাশের মানুষকে উদ্বুদ্ধ করেছে- এমন কাজকে স্বীকৃতি দেয়াই এই ইন্টারন্যাশনাল অ্যালামনাই অ্যাওয়ার্ড প্রোগ্রামের উদ্দেশ্য।
গেল বছর ১০০’র বেশি দেশে বসবাস করা যুক্তরাজ্যের অ্যালামনাইদের মধ্য থেকে এই পুরস্কারের জন্য এক হাজার ২০০’র বেশি আবেদন জমা পড়ে। এসব আবেদনকারী যুক্তরাজ্য জুড়ে ১২০টিরও বেশি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব করেন। বিচারক প্যানেলের সাথে বিস্তারিত সাক্ষাৎকারের পর বাংলাদেশ থেকে ন্যাশনাল অ্যাওয়ার্ডের জন্য নিম্নোক্ত জয়ীরা মনোনীত হন।
বিজনেস অ্যান্ড ইনোভেশন অ্যাওয়ার্ড জয়ী ইউনিভার্সিটি অব বার্মিংহামের মো. সামিউল মাসুদ, কালচার অ্যান্ড ক্রিয়েটিভিটি অ্যাওয়ার্ড জয়ী ইউনিভার্সিটি অব ওয়ারউইকের এরিক আনাম খান, সায়েন্স অ্যান্ড সাসটেইনেবিলিটি অ্যাওয়ার্ড জয়ী ইউনিভার্সিটি অব এসেক্স ও ইউনিভার্সিটি অব ডারহামের সাকিব আমিন ও সোশ্যাল অ্যাকশন অ্যাওয়ার্ড বিজয়ী ইউনিভার্সিটি অব ইস্ট লন্ডনের কাজী হাসান রবিন।
পুরস্কারের ব্যাপারে ব্রিটিশ কাউন্সিলের হেড অব এডুকেশন বাংলাদেশ তৌফিক হাসান বলেন, ‘বিশ্বজুড়ে যুক্তরাজ্যের অ্যালামনাইদের অসাধারণ অর্জনকে স্বীকৃতি দেয়ার মর্যাদাপূর্ণ প্ল্যাটফর্ম এই স্টাডি ইউকে অ্যালামনাই অ্যাওয়ার্ড। তারা যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় শিক্ষা ও অভিজ্ঞতা অর্জন করেন ও পরবর্তী নিজেদের কমিউনিটি ও এর বাইরেও ইতিবাচক পরিবর্তন আনার ক্ষেত্রে তা কাজে লাগান। তাদের অনবদ্য অবদানের স্বীকৃতি দিতে ও যুক্তরাজ্যের উচ্চ শিক্ষার সুদূরপ্রসারী প্রভাবের ওপর গুরুত্ব দিতেই এই পুরস্কার দেয়া হয়। আমরা সব যোগ্য অ্যালামনাইদের এখানে অংশ নিতে আন্তরিকভাবে আমন্ত্রণ জানাই এবং তাদের অনুপ্রেরণামূলক গল্প আমাদের সাথে শেয়ার করার আহবান জানাই।’
মো. সামিউল মাসুদ বলেন, ‘সম্ভাবনাময় স্কলারদের জন্য এই অ্যাওয়ার্ড নানা সুযোগ নিয়ে হাজির হয়েছে। দেশের উন্নয়নে অবদান রাখার ক্ষেত্রে এ পুরস্কার আরও বিস্তৃত পরিসরে ভূমিকা রাখবে।”
কীভাবে আবেদন করবেন: ক্যাটাগরি, আবেদন প্রক্রিয়া ও যোগ্যতার মানদণ্ড সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন https://study-uk.britishcouncil.org/alumni-awards
সময়সীমা
আগামী ২২ অক্টোবর আবেদন করার শেষ সময় (২৩:৫৯ জিএমটি), নভেম্বর আবেদনকারীদের সংক্ষিপ্ত তালিকা তৈরি, ডিসেম্বর ২০২৩-জানুয়ারি ২০২৪ ফাইনালিস্ট ঘোষণা, মার্চ ২০২৪ বাংলাদেশের জাতীয় পর্যায়ের জয়ী ঘোষণা