নিউইয়র্ক সিটি, যুক্তরাষ্ট্র: বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীতশিল্পী ন্যান্সি। সঙ্গীতের পাশাপাশি রাজনীতিতেও সক্রিয় তিনি। যুক্ত আছেন বিএনপির রাজনীতির সাথে। জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী এই কণ্ঠশিল্পী গান করার জন্য প্রথম বার যুক্তরাষ্ট্রে এসেছেন। বর্তমানে তিনি নিউইয়র্ক সিটিতে অবস্থান করছেন। স্বামী মোহসিন মেহেদিকে নিয়ে ঘুরছেন নিউইয়র্ক সিটিসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন জায়গায়।
গেল অক্টোবরের প্রথম দিকে যুক্তরাষ্ট্রে আসেন ন্যান্সি। ২ অক্টোবর সন্ধ্যায় নিউইয়র্কের জ্যাকসন হাইটসের শেফ মহাল রেস্টুরেন্টে তার কনর্সার্ট উপলক্ষে সংবাদ সম্মেলন করে বাংলাদেশী আমেরিকান ফাউন্ডেশন ইউএসএ ইনক এবং শোটাইম মিউজিক। এরপর, নিউইয়র্ক সিটিসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যে গানের অনুষ্ঠানে অংশ নিচ্ছেন এই সঙ্গীতশিল্পী। শোটাইম মিউজিকের উদ্যোগে আলমগীর খান আলমের তত্বাবধানে ৮ অক্টোবর নিউইয়র্কের কুইন্সের ওয়েক্সফোর্ড টেরাস্থ দ্যা ম্যারি লুইস একাডেমিতে ন্যান্সির প্রথম লাইভ ইন কনসার্ট অনুষ্ঠিত হয়। ১১ অক্টোবর ম্যারিল্যান্ডে ন্যান্সির আরেকটি লাইভ কনসার্টে অংশ নেন তিনি। ২৯ অক্টোবর নিউইয়র্ক সিটির কুইন্সের আগ্রা প্যালেসে সিলেট ওসমানী মেডিকেল কলেজ অ্যালামনাই এসোসিয়েশন (এসওএমসিএএ) অব নর্থ আমেরিকার নবম কনভেনশনের গান করেন তিনি।
এছাড়া, বাফেলো, ভার্জিনিয়া, ওয়াশিংটন ডিসিসহ যুক্তরাষ্ট্রের আরো কয়েকটি অঙ্গরাজ্যে গানের অনুষ্ঠানে অংশ নিয়েছেন ন্যান্সি। এসব অনুষ্ঠানে ন্যান্সির স্বামীও উপস্থিত ছিলেন। সোমবার (১৩ নভেম্বর) বিকালে নিউইয়র্ক সিটির টাইম স্কয়ারের সামনে স্বামী মোহসিন মেহেদির সাথে ন্যান্সিকে ঘুরতে দেখা গেছে।
প্রসঙ্গত, ন্যান্সির সঙ্গীত জীবন শুরু হয় ২০০৬ সালে হৃদয়ের কথা চলচ্চিত্রের গান গেয়ে। ২০০৯ সালের তার প্রথম অ্যালবাম ‘ভালবাসা অধরা’ মুক্তি পায়। ২০১১ সালের ‘প্রজাপতি’ চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়ে তিনি প্রথম বারের মত জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন ন্যান্সি।