সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪

শিরোনাম

হজের চূড়ান্ত পর্বে আরাফাত পর্বতে ফিলিস্তিনিদের জন্য প্রার্থনা হজযাত্রীদের

রবিবার, জুন ১৬, ২০২৪

প্রিন্ট করুন

আরাফাত পর্বত, সৌদি আরব: ১৫ লাখের বেশি মুসলমান হজের চূড়ান্ত পর্বে শনিবার (১৫ ‍জুন) আরাফাত পর্বতে পৌঁছানোর পর প্রচন্ড উত্তাপ সহ্য করে ঘন্টার পর ঘন্টা প্রার্থনা করেছেন। যুদ্ধ-বিধ্বস্ত গাজার ফিলিস্তিনিদের জন্যও তারা প্রার্থনা করেন। সাদা ইহরাম পরিহিত হজ পালনকারিরা বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ এ দিনের আচার পালনের জন্য ভোরবেলায় আরাফাতে পৌঁছতে শুরু করেন। ৭০-মিটার উঁচু পাথুরে পর্বতে আরোহন করেন, যেখানে নবী মুহাম্মাদ (সা.) তার বিদায় হজের ভাষণ দিয়েছিলেন।

৪৬ বছর বয়সী মিশরীয় মোহাম্মদ আসের বলেন, ‘এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন। আমি ফিলিস্তিনিদের জন্যও প্রার্থনা করেছি। আল্লাহ তাদের সাহায্য করুন।’

হামাস-শাসিত অঞ্চলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, ইসরাইলের সামরিক অভিযানে গাজায় কমপক্ষে ৩৭ হাজার ২৬৬ জনের মৃত্যু হয়েছে, যাদের অধিকাংশই বেসামরিক লোক।

সৌদি আরবের হজযাত্রার দায়িত্বে থাকা মন্ত্রী তৌফিক আল-রাবিয়াহ গেল সপ্তাহে ‘হজের সময়ে কোন রাজনৈতিক কার্যকলাপ সহ্য করা হবে না’ বলে হুঁশিয়ারি দেন। তবে, আট মাসেরও বেশি সময় ধরে অবিরাম বোমাবর্ষণ সহ্য করা একজন হজযাত্রীকে ফিলিস্তিনিদের সমর্থনে স্লোগান দিতে বাধা দেয়া হয়নি। তিনি চিৎকার করে বলেন, ‘ফিলিস্তিনে, গাজায় আমাদের ভাইদের জন্য প্রার্থনা করুন। আল্লাহ যেন মুসলমানদের জয় দান করেন।’

শনিবার (১৫ জুন) হজযাত্রীদের উদ্দেশে দেয়া বার্তায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, ফিলিস্তিনের ইস্পাতকঠিন প্রতিরোধ ও গাজার ধৈর্যশীল, নির্যাতিত জনগণকে অবশ্যই সর্বতোভাবে সমর্থন করতে হবে।’

সরকারি সংবাদ মাধ্যম জানিয়েছে, সৌদি বাদশাহ সালমানের বিশেষ দাওয়াতে প্রায় দুই হাজার ফিলিস্তিনি হজ পালন করছেন।