শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪

শিরোনাম

হামলার পর ইরানের আইআরজিসির ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র

শনিবার, ফেব্রুয়ারী ৩, ২০২৪

প্রিন্ট করুন

ওয়াশিংটন, যুক্তরাষ্ট্র: ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। খবর আলজাজিরার।

গেল সপ্তাহে জর্ডানে সিরিয়া সীমান্তবর্তী যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে ড্রোন হামলায় তিন সেনা নিহত ও ৪০ জনের বেশি আহত হওয়ার প্রতিশোধ নিতে শুক্রবার (২ জানুয়ারি) ইরাক ও সিরিয়ায় সাতটি ইরানি স্থাপনার ৮৫ লক্ষ্য বস্তুতে বিমান হামলা চালায় মার্কিন বাহিনী। এর পরই প্রেসিডেন্ট জো বাইডেন নতুন এ নিষেধাজ্ঞা অনুমোদন দিলেন।

যুক্তরাষ্ট্রের ট্রেজারি ডিপার্টমেন্ট বিবৃতিতে বলেছে, ‘এ নিষেধাজ্ঞাগুলো আইআরজিসির সাইবার-ইলেক্ট্রনিক কমান্ডের ছয় কর্মকর্তা এবং ইরানের ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন কর্মসূচির জন্য উপকরণ সরবরাহকারী ইরান ও হংকংভিত্তিক সরবরাহকারীদের একটি নেটওয়ার্ককে লক্ষ্য করে দেয়া হয়েছে।’

এ দিকে, যুক্তরাষ্ট্রের প্রসিকিউটররাও ঘোষণা করেছেন, তারা আইআরজিসির অভিজাত বাহিনী কুদস ফোর্সকে অর্থায়নের জন্য ব্যবহৃত তেলপাচারের স্কিম থেকে ১০৮ মিলিয়ন ডলার জব্দ করেছে।