শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০২৪

শিরোনাম

হামাস-ইসরায়েল চুক্তির ফাঁক-ফোকর পূরণে কাজ করছে যুক্তরাষ্ট্র

শনিবার, মার্চ ১৬, ২০২৪

প্রিন্ট করুন
এন্টনি ব্লিংকেন

ভিয়েনা, অস্ট্রিয়া: জিম্মিদের মুক্তি ও গাজায় যুদ্ধবিরতি সংক্রান্ত একটি চুক্তিতে পৌঁছাতে এর ফাঁক-ফোকর পূরণে যুক্তরাষ্ট্র তার মিত্রদের সঙ্গে নিবিড়ভাবে কাজ করছে। অস্ট্রিয়ার ভিয়েনা সফরকালে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী এন্টনি ব্লিঙ্কেন শুক্রবার (১৫ মার্চ) এ কথা বলেছেন।

তিনি আরো বলেছেন, ‘হ্যাঁ, হামাস একটি পাল্টা প্রস্তাব দিয়েছে। এর বিস্তারিত দিক আমি তুলে ধরতে পারছি না। কিন্তু, একটি চুক্তিতে পৌঁছাতে আমরা ইসরায়েল, কাতার ও মিসরের সঙ্গে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছি।’

ফিলিস্তিনের সংগঠন হামাসের এক কর্মকর্তা জানিয়েছেন, হামাস ছয় সপ্তাহের যুদ্ধবিরতি ও ফিলিস্তিনী বন্দীদের মুক্তির বিনিময়ে বেশ কিছু ইসরায়েলী জিম্মিকে ছেড়ে দেয়ার প্রস্তাব দিয়েছে।

এ দিকে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় থেকে বলা হয়েছে, ‘গাজায় আটক জিম্মিদের মুক্তির লক্ষে আরেক দফায় আলোচনায় অংশ নিতে তারা কাতারের দোহায় প্রতিনিধিদল পাঠাবে।

এ নিয়ে এন্টনি ব্লিঙ্কেন বলেন, ‘এটি একটি চুক্তি, যুদ্ধবিরতি, জিম্মিদের ফেরত পাওয়া এবং আরো মানবিক সহায়তা পৌঁছানোর ক্ষেত্রে সম্ভাব্যতা ও আশু প্রয়োজনীয়তার ব্যাপারটিকেই প্রতিফলিত করে।’

প্রসঙ্গত, গেল বছরের ৭ অক্টোবর হামাস ইসরায়েলে আচানক বড় ধরনের হামলা চালায়। একইদিন থেকে ইসরায়েল ও গাজায় প্রতিশোধমুলক পাল্টা হামলা শুরু করে; যা এখনো চলমান আছে। ইসরায়েলের হামলায় এ পর্যন্ত ৩১ হাজার ৪৯০ ফিলিস্তিনী প্রাণ হারিয়েছে। গাজায় হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

এ দিকে, ইসরায়েল গাজা থেকে সেনা প্রত্যাহারে হামাসের দাবি মেনে নিতে অস্বীকৃতি জানিয়ে বলেছে, এ ধরনের উদ্যোগের মানে হামাসের জয়।