মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪

শিরোনাম

হেলিকপ্টার বিধ্বস্ত/চার ক্রু নিখোঁজ; অস্ট্রেলিয়া-যুক্তরাষ্ট্র সামরিক মহড়া স্থগিত ঘোষণা

শনিবার, জুলাই ২৯, ২০২৩

প্রিন্ট করুন

ব্রিসবেন, অস্ট্রেলিয়া: অস্ট্রেলিয়ার উত্তর-পূর্ব উপকূলে একটি হেলিকপ্টার পানিতে বিধ্বস্ত হয়ে দেশটির সামরিক বাহিনীর চার বিমান ক্রু নিখোঁজ রয়েছে। হেলিকপ্টারটি যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া আয়োজিত বড় ধরনের সামরিক মহড়ায় অংশ নিয়েছিল। অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা মন্ত্রী রিচার্ড মার্লেস শনিবার (২৯ জুলাই) এ তথ্য জানিয়েছেন। খবর এএফপির।

‘এমআরএইচ-৯০ টাইপান’ নামের এ হেলিকপ্টার শুক্রবার (২৮ জুলাই) রাতে কুইন্সল্যান্ডের হ্যামিলটন দ্বীপের সাব-ট্রপিক্যাল জলসীমায় বিধ্বস্ত হয়। হেলিকপ্টারটি ৩০ হাজার সেনার অংশগ্রহণে একটি শক্তিশালী তালিসম্যান সাব্রি সামরিক মহড়ায় অংশ নিয়েছিল।

প্রায় ১২ ঘণ্টা ধরে অভিযান চালানোর পর রিচার্ড মার্লেস বলেন, ‘এ ঘটনায় নিখোঁজ চার বিমান ক্রু’কে এখনো খুঁজে পাওয়া যায়নি।’ অনুসন্ধান অভিযান শনিবার (২৯ জুলাই) পর্যন্ত অব্যাহত থাকবে।

তিনি আরো বলেন, ‘চার বিমান ক্রুর পরিবারকে ঘটনা সম্পর্কে অবহিত করা হয়েছে।’

রিচার্ড মার্লেস বলেন, ‘আমরা একেবারে আন্তরিকভাবে আজকের মধ্যেই ভাল খবর আশা করছি।’

এ দিকে, ঘটনার পর প্রতিরক্ষা কর্মকর্তারা তালিসম্যান সাব্রির সামরিক মহড়া সাময়িকভাবে স্থগিত ঘোষণা করেছে। মহড়ায় জাপান, ফ্রান্স, জার্মনি ও দক্ষিণ কোরিয়ার সেনারাও রয়েছেন। মহড়াটি দ্বিতীয় সপ্তাহে গড়াল।