ঢাকা: হাসপতালে ১১ দিন চিকিৎসা নেয়ার পর বাসায় ফিরছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। মঙ্গলবার (২ জুলাই) সন্ধ্যা পৌনে সাতটার দিকে গুলশানের বাসভবন ফিরোজায় এসে পৌঁছান প্রাক্তন প্রধানমন্ত্রী।
এর পূর্বে, সন্ধ্যা পৌনে ছয়টার দিকে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতাল ছাড়েন তিনি। বের হওয়ার সময় নেত্রীকে একনজর দেখতে ভিড় করেন দলের নেতাকর্মীরা। ভিড় ঠেলে গুলশানের বাসার পথে এগিয়ে যায় বিএনপিন নেত্রীর গাড়িবহর।
ব্যক্তিগত চিকিৎসকরা জানান, খালেদা জিয়ার শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল হওয়ায় বাসায় ফেরানো হয়েছে তাকে। হাসপাতালে সংক্রমণ ঝুঁকি থাকায় এ সিদ্ধান্ত।
আচমকা শ্বাসকষ্ট বেড়ে গেলে চিকিৎসকদের পরামর্শে গেল ২২ জুন দিবাগত রাত সাড়ে তিনটার দিকে এভাকেয়ার হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হয় খালেদা জিয়াকে। এর এক দিন পর রোববার তার হার্টে স্থাপন করা হয় পেসমেকার।
৭৮ বছর বয়সী খালেদা জিয়া লিভার সিরোসিস, হার্ট, ডায়বেটিস ও কিডনিসহ বিভিন্ন রোগে ভুগছেন দীর্ঘ দিন ধরে।