চট্টগ্রাম: চট্টগ্রাম গ্রুপ থিয়েটার ফোরামের উদ্যোগে আগামী সোমবার (১৯ জুন) থেকে শুরু হচ্ছে সপ্তাহব্যাপী ‘বর্ষামঙ্গল নাট্য সম্ভার ২০২৩’। চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে চলবে এ নাট্য সম্ভার।
নাট্য সম্ভারের প্রথম দিন সোমবার (১৯ জুন) লোক থিয়েটারের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনের পাশাপাশি লোক থিয়েটার পরিবেশন করবে মলয় ভৌমিক রচিত ও সুবীর মহাজন নির্দেশিত নাটক ‘হত্যার শিল্পকলা’, ২০ জুন অরিন্দম নাট্য সম্প্রদায় পরিবেশন করবে জিয়া হায়দার রচিত ও মুনির হেলালের নির্দেশিত নাটক ‘এলেবেলে’, ২২ ও ২৩ জুন অ্যাঁভাগার্ড পরিবেশন করবে সুমন টিংকু রচিত ও নির্দেশিত নাটক ‘চে’, ২৪ জুন নাট্যাধারের আয়োজনে নাট্যকার আহাম্মদ কবীর স্মরণ সভা ও তার রচিত নাটকের গান পরিবেশিত হবে। সমাপনি দিন ২৫ জুন নাট্যাধার পরিবেশন করবে আহাম্মদ কবীর রচিত ও মোস্তফা কামাল যাত্রা নির্দেশিত নাটক ‘পণ্ডিত বিহার বিশ্ববিদ্যালয়’।
আয়োজিত বর্ষামঙ্গল নাট্য সম্ভারে সকলের আমন্ত্রণ। প্রবেশপত্র প্রদর্শনীর আগে হল কাউন্টারে পাওয়া যাবে।