ফিলাডেলফিয়া, যুক্তরাষ্ট্র: যুক্তরাষ্ট্রে আগামী ৫ নভেম্বরে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বিগত ২০২০ সালের নির্বাচনে তার পরাজয় মেনে নিতে ফের অস্বীকার করেছেন। সংবাদ খবর এএফপির।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) ডেমোক্র্যাট দলের প্রার্থী প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিসের সঙ্গে বিতর্ক চলাকালে তিনি তা অস্বীকার করেন।
ট্রাম্প দাবি করেন, নির্বাচনে ব্যাপক ভোট জালিয়াতি হয়েছে।
সম্প্রতি ট্রাম্পকে ওই নির্বাচনের ব্যাপারে পরাজয় স্বীকার করার কথা বলা হলে তিনি ব্যঙ্গাত্মক ভাষা ব্যবহার করেন ও দাবি করেন, ‘দেখুন, বহু প্রমাণ রয়েছে আমি ৭৫ মিলিয়ন ভোট পেয়েছি; যা যে কোন ক্ষমতাসীন প্রেসিডেন্টের সবচেয়ে বেশি ভোট। আপনাকে এটি বিবেচনায় নিতে হবে।’