মঙ্গলবার, ১৩ মে ২০২৫

শিরোনাম

২০২৪ কোপা আমেরিকা অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রে

শনিবার, জানুয়ারী ২৮, ২০২৩

প্রিন্ট করুন

ডেস্ক রিপোর্ট: ২০২৪ কোপা আমেরিকার ভেন্যু চূড়ান্ত হয়েছে। দুই আসর পর ফের যুক্তরাষ্ট্রে ফিরছে দক্ষিণ আমেরিকার শ্রেষ্ঠত্বের এ আসর। কনমেবলের দশ দলের সাথে অংশ নিবে কনকাফাফের ছয় দল। ইতিহাসে দ্বিতীয় বারের মত ১৬ দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে কোপা আমেরিকা।

টানা দ্বিতীয় কোপা আমেরিকা ফাইনাল হারের পর, লিওনেল মেসির কান্নার দৃশ্য হয়তো আজো ভোলেনি সমর্থকরা। আবেগী মেসি সেই ম্যাচের পর অবসরও ঘোষণা দেন। এ সবই ঘটেছিল যুক্তরাষ্ট্রের মাটিতে। আট বছর পর ফের সেই দেশেই ফিরছে কোপা আমেরিকা। তবে এবার মেসি সেখানে যাবেন রাজার বেশে। কোপার সাথে বিশ্বকাপের ট্রফি সাথে নিয়ে।

কোপা আমেরিকার শতবর্ষ উপলক্ষে ২০১৬’তে প্রথম বারের মতো দক্ষিণ আমেরিকার বাইরে আয়োজন করা হয় এ আসর। যুক্তরাষ্ট্রে সেবার অংশ নেয় সর্বোচ্চ ১৬ দল। কনমেবলের দশ দলের সাথে ছিল কনকাকাফের ছয় দল।

নিরাপত্তা ইস্যুতে ইকুয়েডর আয়োজক হিসেবে আগেই নাম প্রত্যাহার করে নেয়। কনমেবল ছিল নতুন আয়োজকের সন্ধানে। দুই কনফেডারেশন আলোচনার ভিত্তিতে সমঝোতায় পৌঁছে ঘোষণা করেছে যুক্তরাষ্ট্রের নাম। আগামী বছরের ১৪ জুন থেকে ১৩ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হবে এ আসর।

যদিও কয়টি ভেন্যুতে হবে কোপার আগামী আসর, তা এখনো চূড়ান্ত করা হয়নি। তবে ধারণা করা হচ্ছে ২০১৬’র মত দশটি স্টেডিয়ামই চূড়ান্ত করবে আয়োজকরা। কানাডা-মেক্সিকোর সাথে ২০২৬ ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রে। তার আগে ১৬ দলের এ আসর আয়োজন করে নিজেদের সক্ষমতা যাচাই করে নেয়ার সুযোগ থাকছে দেশটির।