সোমবার, ১৯ মে ২০২৫

শিরোনাম

২২ মে ডেট্রয়েটে শাকিরার কনসার্ট

সোমবার, মে ১৯, ২০২৫

প্রিন্ট করুন

মিশিগান: যুক্তরাষ্ট্রের মিশিগান রাজ্যের ডেট্রয়েট শহরে আগামী বৃহস্পতিবার (২২ মে) জনপ্রিয় পপ তারকা শাকিরার কনসার্ট অনুষ্ঠিত হবে।

জানা গেছে, সন্ধ্যা সাড়ে ৭টায় ডেট্রয়েট ডাউন টাউনের ‘লিটল সিজার্স এরেনায় তিনি পারফর্ম করবেন। শাকিরার ‘লাস মুজেরেস ইয়া নো লোরান – ওয়ার্ল্ড ট্যুর’-এর অংশ হিসেবে তিনি মিশিগানের ডেট্রয়েট আসছেন। গত বছর তিনি ঘোষণা করেছিলেন- ২০২৫ সালে নর্থ আমেরিকার বিভিন্ন স্থানে তিনি পারফর্ম করবেন। তিনি বর্তমানে বিশ্বের ৫টি দেশের ৩৯টি কনসার্টে অংশ নিয়েছেন।

শাকিরা একজন কলম্বিয়ান গায়িকা ও গীতিকার। ল্যাটিন আমেরিকার সঙ্গীত জগতে তার উল্লেখযোগ্য প্রভাব রয়েছে এবং বিশ্বব্যাপী হিস্পানোফোন সঙ্গীতকে জনপ্রিয় করার জন্য তার অবদান রয়েছে। তার ‘হিপস ডোন্ট লাই’ ও ‘ওয়াকা ওয়াকা (দিস টাইম ফর আফ্রিকা)’ এককগুলি দশ মিলিয়নেরও বেশি ইউনিট বিক্রি করেছে, যা বিশ্বব্যাপী সর্বাধিক বিক্রিত এককগুলির মধ্যে একটি হয়ে উঠেছে।

ওয়াকা ওয়াকা (দিস টাইম ফর আফ্রিকা) একটি বিশেষ ধরনের গান। কলম্বিয়া তথা বিশ্বের জনপ্রিয় গায়িকা ও গীতিকার শাকিরা দক্ষিণ আফ্রিকার ব্যান্ড দল ফ্রেশলিগ্রাউন্ডকে সাথে নিয়ে গানটি পরিবেশন করেন। গানটি ২০১০ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত ফিফা বিশ্বকাপ ফুটবলের আনুষ্ঠানিক গানের মর্যাদা পেয়েছিল। এই তরুণীর এই গানের সাথে নেচে উঠেছিল পৃথিবীর মানুষ।

শাকিরার সঙ্গীত জীবন শুরু হয়েছিল ১৩ বছর বয়সে, যখন তিনি সনি মিউজিকের সাথে চুক্তিবদ্ধ হন। তিনি চারটি গ্র্যামি পুরস্কার এবং ১৫টি ল্যাটিন গ্র্যামি পুরষ্কার জিতেছেন, যার মধ্যে তিনটি বছরের সেরা গানের পুরস্কারও রয়েছে। বিশ্বব্যাপী ১৪ কোটিরও বেশি গানের রেকর্ড বিক্রি হওয়ার পর শাকিরা বিশ্বের সর্বাধিক বিক্রিত সঙ্গীতশিল্পীদের মধ্যে একজন।

উল্লেখ্য, শাকিরাকে ২০১১ সালে যুক্তরাষ্ট্রে হিস্পানিকদের জন্য শিক্ষাগত উৎকর্ষতা সংক্রান্ত রাষ্ট্রপতির উপদেষ্টা কমিশনে নিযুক্ত করা হয়েছিল।