ফ্লোরিডা: পঞ্চম ওয়ার্ল্ড ফেয়ার এন্ড ফেস্ট ২০২৫’-এর সব প্রস্তুতি চূড়ান্ত। আগামী ২৪ ও ২৫ মে টেম্পায় টেম্পা হাইটস ইউথ ডেভেলপমেন্ট এন্ড কমিউনিটি সেন্টার দুই দিন ব্যাপী ওয়ার্ল্ড ফেয়ার এন্ড ফেস্টিভ্যালকে ঘিরে ফ্লোরিডাজুড়ে উৎসবের আমেজ শুরু হয়েছে৷ পঞ্চম ওয়ার্ল্ড ফেয়ার ফেস্টের মধ্য এবার নিয়ে ৩টি ওয়ার্ল্ড ফেস্ট ফ্লোরিডায় হচ্ছে৷ ফ্লোরিডার আবহাওয়ার জন্য ওয়ার্ল্ড ফেস্টের পরিচালকদের পছন্দের তালিকায় ফ্লোরিডা।
ফ্লোরিডার আকর্ষণীয় ওরলান্ডো, ক্লিয়ারওয়ার বীচে এবার টেম্পায় ওয়ার্ল্ড ফেস্টের ভেন্যু নির্ধারণ করা হয়েছে।
আমেরিকায় নানা শহরের অনেকেই ফেস্টে অংশগ্রহণের আগ্রহ ব্যক্ত করেছেন। স্পন্সরদের নিকট থেকে ব্যাপক সাড়া পাওয়া গেছে৷ অনেক ভিআইপি এবার থাকছেন৷ নানা আয়োজনে এবং প্রায় ২০ টি সেগমেন্ট এবার যুক্ত করা হয়েছে৷ এর মধ্যে উল্লেখযোগ্য হল রোমান্টিক কাপল শো, টীন সেলিব্রিটি শো, ইউথ স্পীচ কম্পিটিশন, আর্ট কম্পিটিশন, শেফ কনটেস্ট উল্লেখযোগ্য। মে -জুনজুড়ে ফ্লোরিডা জুড়ে নানা অনুষ্ঠান থাকলেও পঞ্চম ওয়ার্ল্ড ফেয়ার এন্ড ফেস্ট ২০২৫-কে নিয়ে প্রবাসীদের মাঝে ব্যাপক উৎসাহ দেখা যাচ্ছে।
এই আয়োজনের অন্যতম সংগঠক সাবেক রোটারিয়ান এবং কমিউনিটি এক্টিভিস্ট তারেক মাহমুদ জানান, ৪টি সফল ওয়ার্ল্ড ফেস্টের সফলতার পর পঞ্চম ওয়ার্ল্ড ফেস্টকে বৃহৎ পরিসরে সাজানো হয়েছে। ব্যাপক আয়োজনে অনেকেই যুক্ত হয়েছেন। নানা অপপ্রচারকে পাশ কাটিয়ে এই সংগঠনের সাংগঠনিক ভিত্তি অনেক সুদৃঢ়। এবার আমাদের আয়োজনটাও বড় পরিসরে সাজিয়েছি। অনেক নতুন সেগমেন্ট যুক্ত হয়েছে। বর্ণাঢ্য আয়োজনের এই ফেস্টে যারাই আসবেন ভিন্নতা দেখবেন।
ফেস্টের মিডিয়া পার্টনার হিসাবে প্রথম আলো, বাংলা টাইমস, যুমুনা টাইমসসহ আরো বেশ কয়েকটি মিডিয়া হাউস জড়িত।
ফেস্টের অন্যতম পরিচালক সোহেল চৌধুরী জানান, এবার আমাদের আয়োজনের নতুনত্ব অনেক নতুন পরিচালকের সম্পৃক্ততার সুফল। অনেক ক্রয়িটিভ প্রবাসী আমাদের সাথে তাদের চিন্তা শেয়ার করেছেন। সেই আলোকে পঞ্চম ওয়ার্ল্ড ফেয়ার এন্ড ফেস্টকে সাজানো হয়েছে। আশা করি, টেম্পার এই আয়োজন সফলতা পাবে। স্থানীয় প্রবাসীদের সম্পৃক্ত করা হয়েছে। আয়োজনে নতুন প্রজন্মদের বাংলাদেশের কৃ্স্টি কালচারের সাথে পরিচয় করিয়ে দেয়া হবে। থাকবে সম্মৃদ্ধ বাংলাদেশের উপর তথ্যভিত্তিক ডকুমেন্টরি। সবাই উপভোগ করবেন দুই দিনের কালচারাল শো। জনপ্রিয় শিল্পীরা থাকবেন শেষ দিনে। কয়েকজন গুণিজনকে সম্মানিত করা হবে।’