রবিবার, ২৪ নভেম্বর ২০২৪

শিরোনাম

৩০ ব্যান্ড নিয়ে চট্টগ্রাম মিউজিক্যাল ব্যান্ড এসোসিয়েশনের নতুন যাত্রা

শনিবার, এপ্রিল ২২, ২০২৩

প্রিন্ট করুন

চট্টগ্রাম: ব্যান্ড মিউজিকের শহর চট্টগ্রামে তারুণ্যের হাত ধরে নতুন নতুন ব্যান্ড তৈরি হচ্ছে। নতুন গানে, নতুন প্রাণের সুরে মুখরিত এসব ব্যান্ড এবার ঐক্যবদ্ধ হয়ে পথ চলার প্লাটফর্ম হিসেবে যুক্ত হল চট্টগ্রাম মিউজিক্যাল ব্যান্ড এসোসিয়েশনের (সিএমবিএ) সাথে। সোমবার (১৭ এপ্রিল) চট্টগ্রাম সিটির একটি কনভেনশন সেন্টারে সিএমবিএ-র আনুষ্ঠানিক রেজিস্ট্রেশন কার্যক্রমের আয়োজনে যুক্ত হয়েছে নতুন-পুরনো ৩০টি ব্যান্ড।

রেজিস্ট্রেশন কার্যক্রমের পাশাপাশি আলোচনা ও ইফতার মাহফিলে মিলিত হন চট্টগ্রামের ব্যান্ডজগতের প্রায় সবাই।

সিএমবিএ জানায়, প্রায় পাঁচ বছর পর সংগঠনে নতুন করে ব্যান্ড অন্তর্ভূক্তি ঘটল। সম্প্রতি অনুষ্ঠিত জয়বাংলা কনসার্টে চট্টগ্রামের ১৪টি ব্যান্ড তাদের মৌলিক গান নিয়ে কনসার্টে পারফর্ম করে; যাকে চট্টগ্রামের ব্যান্ড মিউজিকের জন্য একটি মাইলফলক হিসেবে বিবেচনা করছে সিএমবিএ।

ওই কনসার্টের সফলতায় উজ্জীবিত হয়ে সিএমবিএ-কে নতুন করে সুসংগঠিত করার উদ্যোগ নিয়েছেন তারা। প্রায় ৬০টি ব্যান্ড থেকে বাছাই করে ৩০টি ব্যান্ড নিয়ে এ নতুন যাত্রা তাদের। ব্যান্ড মিউজিকের আতুরঘরখ্যাত চট্টগ্রামে ব্যান্ড মিউজিককে গতিশীল, মানসম্পন্ন ও প্রচার-প্রসারে ভূমিকা রাখবে সিএমবিএ।

অনুষ্ঠানে ব্যান্ড ছাড়াও অন্যান্য গুণী মিউজিশিয়ানদের ভেতর উপস্থিত ছিলেন চট্টগ্রামের ব্যান্ড মিউজিকের পুরোধা ব্যক্তিত্ব জেকব ডায়েস। আরো উপস্থিত ছিলেন সিএমবিএর সভাপতি সমর বড়ুয়া, সাধারণ সম্পাদক রায়হান আল হাসান (ফিডব্যাক) ও কার্যকরী সদস্যরা।

সভায় সিএমবিএর কার্যপ্রণালী ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। সংগঠনকে আরো শক্তিশালী ও প্রাণোচ্ছল করে তোলার জন্য সিএমবিএর নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা আলোচনার মাঝে তাদের নিজস্ব ভাবনা চিন্তা প্রকাশ করেন।

সিএমবিএ-কে আরো বেগবান ও ফলপ্রসু করতে মৌলিক গানের প্রতি আরো যত্মবান হওয়ার আহ্বান জানিয়েছে সংঠনের সাংগঠনিক সম্পাদক শাহাদাত শাহেদ।

পারস্পরিক সৌহার্দ্য আর ভ্রাতৃত্বের অনন্য দৃষ্টান্ত হয়ে চট্টগ্রামের ব্যান্ড মিউজিকের সর্বাঙ্গীণ সফলতা কামনা করেছেন সংগঠনটির সভাপতি ও সাধারণ সম্পাদক। অনুষ্ঠান সঞ্চালনের ভূমিকায় ছিলেন সংগঠনের অর্থ সম্পাদক কাজী মাসুদুল হক।

অনুষ্ঠানের মুক্ত আলোচনা পর্যায়ে উপস্থিত সব ব্যান্ডের প্রত্যেক প্রতিনিধি নিজ নিজ ভাবনা ও প্রত্যাশা ব্যক্ত করেছেন।

সিএমবিএর সহ সাধারণ সম্পাদক কায়সার জাবেদ বলেন, ‘আমরা আসন্ন রকফেস্ট নিয়ে বৃহৎ পরিকল্পনা সাজিয়েছি। রকফেস্ট ছাড়াও আরো কিছু চমক দেয়ার প্রস্তুতি নিয়ে কাজ করছে সিএমবিএর নিবেদিত সদস্যরা।’

যে সব ব্যান্ড সিএমবিএর রেজিষ্ট্রেশন সম্পন্ন করেছে, তারা হল- স্টোন, সফট টাচ, খুঁটি, ব্যান্ড নম্বর ১৬/৭১, ইতিহাস, ওয়ার্নিং, দ্য লাস্ট মার্ক, লাইনার্স, দ্য ভাইব্রেশান, রক এন ট্রেন, জলরং, আর্তনাদ, ওয়ারিয়র্স,ভায়োলেন্ট মেশিন, অন্তহীন, নেক্সাস, প্রিজম, ওয়াইএসবি, রক-নট, রং পেন্সিল, ছুটি, উষ্ণতা, মেলোডি অব সিক্স স্ট্রিংস, অফ টাচ, বনসাই, বেলিকোজ, দ্য ইমাশান, ফানুশ, বন্দর, অ্যামেচার।

এ ছাড়া অনুষ্ঠানে বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে সমঝোতা চুক্তি সই হয়, যাদের ভেতর টেকনো প্রো, সাউন্ড কিং, প্রতিশ্রুতি , ক্যাপচার উইং , মাত্রা, মিল্টন ডেকোরেটর্স অন্যতম। গীটার হলের স্বত্তাধিকারী মো. ইকা সিএমবিএর রেজিষ্ট্রেশনকৃত ব্যান্ডগুলোর জন্য বিশেষ ছাড়ের ঘোষণা দেন।

পর্যায়ক্রমে বিভিন্ন প্রাজ্ঞ মিউজিশিয়ান একে একে তাদের ব্যক্তিগত ভাল লাগা ও প্রত্যাশা ব্যক্ত করেন।