সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪

শিরোনাম

৬ জানুয়ারি দাঙ্গার পর প্রথম বারের মত ক্যাপিটল হিলে ট্রাম্প

শুক্রবার, জুন ১৪, ২০২৪

প্রিন্ট করুন

ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র: ডোনাল্ড ট্রাম্প ফের ক্যাপিটল হিলে ফিরেছেন। ২০২১ সালের ৬ জানুয়ারি দাঙ্গার পর প্রথম বারের মত এ অঞ্চলে সফরে এসে ক্যাপিটল হিলে এলেন তিনি। সংবাদ বিবিসির।

বৃহস্পতিবার ( ১৩ জুন) এখানে এসে রিপাবলিকানদের সাথে দেখা করেন ট্রাম্প। এখানে এসে সকলের মাঝে তিনি ঐক্যের বার্তা দেন। সহকর্মী রিপাবলিকানদের সাথে দীর্ঘ স্থায়ী মতপার্থক্যকে কাজে পরিণত করার প্রতিশ্রুতিও দেন ট্রাম্প।

নিউইয়র্কে এক পর্ন তারকাকে ঘুষ দেয়ার মামলায় দোষী সাব্যস্ত হওয়ার কয়েক সপ্তাহ পরে এ সফর এলেন ট্রাম্প।

বৃহস্পতিবার (১৩ জুন) সকালে ইউএস ক্যাপিটল বিল্ডিংয়ের কাছে রিপাবলিকান অফিস ভবনে যখন তিনি পৌঁছান, তখন সেখানে থাকা বিক্ষোভকারীদের একটি দল ট্রাম্পকে দেখে স্লোগান দিতে থাকেন। তারা বলেন ‘ব্যর্থ অভ্যুত্থান’ ও ‘গণতন্ত্র চিরন্তন’ তবে ‘ট্রাম্প কখনই না’।’

এ দিকে, ডেমোক্রেটিক হাউসের সাবেক স্পিকার ন্যান্সি পেলোসি বিবৃতিতে বলেছেন, ‘ট্রাম্প ছিলেন বিদ্রোহের প্ররোচনাদাতা। তিনি ফের অপরাধের জায়গায় ফিরে এসেছেন।’

অন্য দিকে, বৃহস্পতিবার (১৩ জুন) বিকালে সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, ‘তার দল এখন ঐক্যবদ্ধ এবং তিনি যে কোন দামে রিপাবলিকানদের পাশে দাঁড়াবেন। এমনকি যাদের সাথে অতীতে তার বিতর্কিত সম্পর্ক ছিল, তাদের সাথেও তিনি আর দূরত্ব রাখবেন না।’

‘আমি আপনাদের প্রত্যেকের সাথে আছি। আমি সব সময় আপনার সাথে থাকব। আমাদের মনে সকলের একটাই ভাবনা কাজ করছে, তা হল আমাদের দেশকে ফের সেরা দেশে পরিণত করা।’

সংবাদ সম্মেলনের পর ট্রাম্প সাংবাদিকদের কাছ থেকে কোন প্রশ্ন নেননি। তবে ‘আমি তোমাকে ভালবাসি’ বলে চিৎকার করে সমর্থকদের একটি ছোট দলকে হাত নাড়ান ও থাম্বস আপ দেন।

এর পূর্বে, ট্রাম্প ও হাউস রিপাবলিকানদের মধ্যে একটি বৈঠকের পরে, হাউস স্পিকার মাইক জনসন বলেছিলেন যে, ‘সাবেক প্রেসিডেন্ট অসাধারণ প্রাণশক্তি ও উৎসাহ নিয়ে এখানে এসেছেন।’

জনসন বলেন, ‘আমরা পুরো দেশে আমাদের দলের মধ্যে ঐক্যবদ্ধতা লক্ষ্য করছি। আমরা বিশ্বাস করি যে, আমরা ফের হোয়াইট হাউস ও সিনেটে জয়লাভ করতে যাচ্ছি।’

২০২০ সালের নির্বাচনে পরাজিত হওয়ার পর ২০২১ সালের ৬ জানুয়ারি একটি উত্তেজিত জনতা ইউএস ক্যাপিটলে হামলা চালায়।

পেলোসি ন্যান্সি তার বিবৃতিতে বলেছেন, ‘ডোনাল্ড ট্রাম্প আমাদের গণতন্ত্রকে ধ্বংস করার একই লক্ষ্য নিয়ে আজ ক্যাপিটল হিলে এসেছেন।’