সোমবার, ২৫ নভেম্বর ২০২৪

শিরোনাম

৭ জানুয়ারি ইতিহাসে ‘কালো দিবস’ হিসেবে চিহ্নিত হয়ে থাকবে

সোমবার, জানুয়ারী ৮, ২০২৪

প্রিন্ট করুন

ঢাকা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির মুজিবুর রহমান নির্বাচন প্রত্যাখ্যান করায় দেশবাসীকে অভিনন্দন জানিয়ে বলেছেন, ‘ভোটারবিহীন নির্বাচনের আরেকটি উপহাস দেশ ও পৃথিবীর মানুষ প্রত্যক্ষ করেছে।’

রোববার(৭ জানুয়ারি) সংবাদ মাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি এই মন্তব্য করেন।

মুজিবুর রহমান বলেন, ‘বাংলাদেশ ও পৃথিবীর জনগণ আরেকটি প্রহসনমূলক ডামি নির্বাচন প্রত্যক্ষ করেছে ও ইতিহাস ৭ জানুয়ারিকে একটি ‘কালো দিবস’ হিসেবে মনে রাখবে।’

বিবৃতিতে তিনি আরো বলেন, ‘তত্বাবধায়ক সরকারের অধীনে সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য বাংলাদেশের প্রায় সব রাজনৈতিক দল, সুশীল সমাজ, বুদ্ধিজীবী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ আন্দোলন করে আসছে। গণতান্ত্রিক পৃথিবী ও বাংলাদেশের বন্ধুপ্রতীম দেশগুলো বাংলাদেশে অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচনের আশা প্রকাশ করেছে। জনমত উপেক্ষা করে সরকার রোববার (৭ জানুয়ারি) ভুয়া নির্বাচন করে।

মুজিবুর রহমান বলেন, ‘এই প্রহসনের নির্বাচনকে অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য করতে সরকার তাদের দলের লোকজনকে স্বতন্ত্র, বিদ্রোহী ও ডামি প্রার্থী হিসেবে দাঁড় করিয়ে ভোটারদের ভোট কেন্দ্রে আনার চেষ্টা করছে। আওয়ামী লীগের দলীয় ক্যাডার ও প্রশাসন ভোটারদের ভোট দিতে ভয় ভীতি দেখানো অব্যাহত রেখেছিল। অনেককেই প্রাণনাশের হুমকি দেয়া হয়।;

তিনি বলেন, ‘আওয়ামী লীগ সরকারের সব কৌশলকে ব্যর্থ করে ভোট দিতে ভোট কেন্দ্রে যায়নি জনগণ।’

জামায়াতের ভারপ্রাপ্ত আমির বলেন, ‘নির্বাচনের শুরু থেকেই প্রহসনের নির্বাচনের প্রতি ভোটারদের কোন আগ্রহ ছিল না।’