মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪

শিরোনাম

৭ মার্চসহ আট জাতীয় দিবস বাতিলের প্রতিবাদ ব্রুকলিনে; মতিয়া চৌধুরীর জন্য দোয়া মহফিল

মঙ্গলবার, অক্টোবর ২২, ২০২৪

প্রিন্ট করুন

নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র: বাংলাদেশে ৭ মার্চ, ১৫ আগস্ট জাতীয় শোক দিবসসহ আটটি জাতীয় দিবস বাতিলের প্রতিবাদে যুক্তরাষ্টের নিউইয়র্ক সিটিতে বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ সভা এবং আওয়ামী লীগের নেত্রী মতিয়া চৌধুরীর আত্মার মাগফিরাত কামনায় দোয়া মহফিল হয়েছে।

সিটির ব্রুকলিনের লাবণ্য পার্টি হলে গেল শুক্রবার (১৮ অক্টোবর) রাতে যুক্তরাষ্ট্র শেখ কামাল স্মৃতি পরিষদ এসব কর্মসূচির আয়োজন করে।

সংগঠনের সভাপতি মাসুদুল হাসানের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক ইমদাদ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন সঙ্গীত শিল্পী রথীন্দ্রনাথ রায়, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতা আব্দুর রহিম বাদশা, বীর মুক্তিযোদ্ধা তোফায়েল চৌধুরী, মোজাহিদুল ইসলাম ও সরাফ সরকার, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতা মিসবাহ আহমেদ, আজিজুর রহমান সাবু, মহি উদ্দিন, ইমদাদ ভূইয়া, শাহ মিজান, আব্দুল কাদির, গণজাগরণ মঞ্চের নেতা আল আমিন, যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সৈয়দ গোলাম কিবরিয়া, যুবলীগের নেতা হেলিম উদ্দীন।

অনুষ্ঠানে স্থানীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে কুরআন থেকে তেলাওয়াত ও মতিয়া চৌধুরীর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন আওয়ামী লীগের নেতা বুরহান উদ্দিন কপিল। এ সময় শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।