শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০২৪

শিরোনাম

৭২ ঘন্টার অবরোধ কর্মসূচি ঘোষণা পাঁচ দলীয় বাম জোটের

সোমবার, অক্টোবর ৩০, ২০২৩

প্রিন্ট করুন

ঢাকা: পুরো দেশে মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল থেকে ২ নভেম্বর সন্ধ্যা পর্যন্ত সর্বাত্মক অবরোধ কর্মসূচী ঘোষণা করেছে পাঁচ দলীয় বাম জোট। সোমবার (৩০ অক্টোবর) বিকালে পুরানা পল্টন দারুস সালাম ভবনেস্থ দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে করে এ ঘোষণা দেয়া হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন জোটের সমন্বয়ক বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (মার্কসবাদী) সভাপতি কমরেড এমএ সামাদ।

লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘বিরোধী দলের সমাবেশে হামলা দেশব্যাপী গ্রেফতার মামলা দিয়ে দেশে এক অরাজক পরিস্থিতি সৃষ্টি করেছে। ফ্যাসিবাদী সরকার ২০১৪ ও ২০১৮ সালে ভোট ডাকাতি করে জোর জবরদস্তি করে ক্ষমতা দখল করে রেখেছে। ফের সামনে ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচন একতরফা ভোট ডাকাতি করে ক্ষমতা দখলে রাখতে চায়। দেশের ১৬ কোটি জনগণের মৌলিক অধিকার ভোটের অধিকার হরণ করে রেখেছে। লুটপাট, দুর্নীতি, অর্থ পাচার করে দেশকে ধ্বংস করে দিয়েছে। দেশের সব রাজনৈতিক দল ও ১৬ কোটি জনগণ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচন চায়। এই সরকারের পদত্যাগ চায়।’

এমএ সামাদ আরো বলেন, ‘মির্জা ফখরুলসহ বিরোধীদলের গ্রেফতারকৃত সব নেতাকর্মীকে দ্রুত মুক্তি দিতে হবে। আমরা এই সরকারের পদত্যাগ দল ও নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে ৩১ অক্টোবর-২ নভেম্বর পর্যন্ত গোটা দেশে সর্বাত্মক অবরোধ কর্মসূচী ঘোষণা করছি। দেশবাসীকে এই কর্মসূচী সফল করতে রাজপথে নামার জন্য আহ্বান জানাচ্ছি।’

বাংলাদেশের সোশ্যালিস্ট পার্টির সভাপতি কমরেড শাহীন আহমেদ, বাংলাদেশের সাম্যবাদী দলে (মার্কসবাদী) সভাপতি কমরেড আলমগীর হোসেন, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির (মাওবাদী) সভাপতি কমরেড মোস্তফা আল খালিদ বিন মাহমুদ, বাংলাদেশের সমতা পার্টির সভাপতি কমরেড সামছুল হক সরকার সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।