রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪

শিরোনাম

৮৮৬ বিলিয়ন ডলারের প্রতিরক্ষা বিলে সই বাইডেনের

সোমবার, ডিসেম্বর ২৫, ২০২৩

প্রিন্ট করুন
জো বাইডেন

ওয়াশিংটন, যুক্তরাষ্ট্র: আগামী অর্থ বছরের জন্য ৮৮৬ দশমিক তিন বিলিয়ন ডলারের জাতীয় প্রতিরক্ষা বিলের অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। তার সইয়ের মাধ্যমে এটি আইনে পরিণত হয়েছে। শুক্রবার (২২ ডিসেম্বর) বিবৃতিতে এ তথ্য জানিয়েছে হোয়াইট হাউজ। খবর রয়টার্সের।

মূলত প্রতিরক্ষা বিভাগ, জ্বালানি, জাতীয় নিরাপত্তা কর্মসূচি, পররাষ্ট্র বিভাগ ও গোয়েন্দা সংস্থাগুলোর জন্য অর্থ বছরের বরাদ্দ অনুমোদন দেয় এ আইন। এতে ইউক্রেনের জন্য সাহায্য অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়া, ইন্দো-প্রশান্ত মহাসাগরে চীনের বিরুদ্ধে নেয়া কর্মসূচিগুলো অনুমোদন করেছে বিলটি।

ন্যাশনাল ডিফেন্স অথরাইজেশন অ্যাক্ট বা এনডিএএ নামের এ বিল গেল সপ্তাহে পাস করেছে কংগ্রেস। ডেমোক্র্যাটিক-নিয়ন্ত্রিত যুক্তরাষ্ট্রের সিনেটে ৮৭-১৩ ভোটে সংখ্যাগরিষ্ঠতা পায়। অন্য দিকে, প্রতিনিধি পরিষদে ৩১০-১১৮ ভোটে পাস হয়।

কংগ্রেসে প্রতি বছর পাস হওয়া প্রধান বিলগুলোর অন্যতম এনডিএএ। এতে প্রতিরক্ষা খাতের সদস্যদের বেতন বৃদ্ধি এবং যুদ্ধ জাহাজ ও উড়োজাহাজ কেনাকাটা থেকে শুরু করে তাইওয়ানের মত বিদেশী অংশীদারদের সমর্থনের মত নীতি অন্তর্ভুক্ত থাকে।

প্রায় তিন হাজার ১০০ পৃষ্ঠার আইনটি পরিষেবা সদস্যদের জন্য পাঁচ দশমিক দুই শতাংশ বেতন বৃদ্ধির আহ্বান জানিয়েছে এবং দেশের মোট জাতীয় নিরাপত্তা বাজেট প্রায় তিন শতাংশ বাড়িয়ে ৮৮৬ বিলিয়ন ডলার করেছে।

যুক্তরাষ্ট্র সামরিক খাতে গেল ২০ বছরের তুলনায় দ্বিগুণেরও বেশি ব্যয় করে। দেশটির সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা সাম্প্রতিক যুক্তরাষ্ট্রের ইতিহাসের একমাত্র নেতা, যিনি সামরিক ব্যয় কমিয়েছিলেন। ২০১১ সালে পেন্টাগনের বাজেট ছিল ৭৫২ বিলিয়ন ডলার; যা কমে ২০১৫ সালে হয়েছিল ৬৩৩ বিলিয়ন ডলার।