বুধবার, ৩০ অক্টোবর ২০২৪

শিরোনাম

৯ ও ১০ নভেম্বর জর্জিয়ায় দুই দিনের ভ্রাম্যমাণ দূতাবাস কার্যক্রম

মঙ্গলবার, অক্টোবর ২৯, ২০২৪

প্রিন্ট করুন

জর্জিয়া, যুক্তরাষ্ট্র: আগামী ৯ ও ১০ নভেম্বর যুক্তরাষ্ট্রের জর্জিয়ায় প্রবাসী বাংলাদেশিদের জন্য দুই দিনের ভ্রাম্যমাণ দূতাবাস কার্যক্রম অনুষ্ঠিত হবে। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব জর্জিয়ার সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সকাল সাড়ে দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত জর্জিয়ার আটলান্টা শহরের একটি অফিস কমপ্লেক্সে এ কার্যক্রম চলবে। ভ্রাম্যমাণ দূতাবাস কার্যক্রমে মেশিন রিডবল পাসপোর্ট (এমআরপি), নো ভিসা রিকোয়ার্ড (এনভিআর), বার্থ সার্টিফিকেট, পাওয়ার অব এটর্নি, দ্বৈত নাগরিকত্বের আবেদন গ্রহণসহ সব ধরনের প্রয়োজনীয় কাগজপত্র সত্যায়িত করার ব্যবস্থা থাকবে। বাংলাদেশ কন্স্যুলার অফিস মিয়ামি ফ্লোরিডার কন্স্যুলার জেনারেল মোহাম্মদ ইকবাল আহমেদ উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ দূতাবাসের কার্যক্রম পরিচালনা করবেন।

যথাসময়ে প্রবাসীদের উপস্থিত হয়ে নিজেদের সেবা গ্রহণের জন্য বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব জর্জিয়ার পক্ষ থেকে আহ্বান করা হয়েছে।

বিস্তারিত জানতে অ্যাসোসিয়েশনের সভাপতি মাহবুবর রহমান ভূইয়া ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলি লোদীর মোবাইলে যোগাযোগ করতে বলা হয়েছে। তাদের মোবাইল নাম্বার যথাক্রমে ৪০৪-২০২-৬৪৮৪, ৭৭০-৩৮৯-৭৭৭৭।