বৃহস্পতিবার, ০২ মে ২০২৪

শিরোনাম

আরব আমিরাতে বন্যা, ৬ প্রবাসী নিহত

শনিবার, জুলাই ৩০, ২০২২

প্রিন্ট করুন

সিবিএন ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) সাম্প্রতিক বন্যায় ছয় জন প্রবাসী নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বার্তা সংস্থা রয়টার্স ও আরব আমিরাতের সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে এ তথ্য দেওয়া হয়।

ইউএই’র স্বরাষ্ট্র মন্ত্রণালয় আজ শুক্রবার এক টুইটার ভিডিওবার্তায় জানায়, ছয় এশীয় প্রবাসীর মৃত্যু হয়েছে। আরও যারা আটকা পড়েছেন তাদেরকে উদ্ধারে অভিযান চলছে।

আরব আমিরাতের শারজাহ ও ফুজায়রাহ শহরের অবস্থা সবচেয়ে খারাপ। বুধবার বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়। শহর দুটিতে পানিবন্দি হয়ে আছেন কয়েক হাজার বাসিন্দা। ক্ষতিগ্রস্ত হয়েছে অসংখ্য ঘরবাড়ি। রাস্তাঘাট প্লাবিত হওয়ায় ব্যাহত হচ্ছে যোগাযোগ। শহরের বিভিন্ন স্থানে পানির উপরে ভেসে থাকতে দেখা যায় যানবাহন।

তবে, দেশটির বিভিন্ন শহর বন্যার কবলে পড়লেও দুবাই ও রাজধানী আবুধাবিতে বৃষ্টির পরিমাণ কিছুটা কম বলে জানা গেছে।