শুক্রবার, ১৭ মে ২০২৪

শিরোনাম

উত্তর চট্টগ্রামের উপজেলাগুলোতে হামলা করে উল্টো মামলা করছে আওয়ামী সন্ত্রাসীরা

শনিবার, জুলাই ১৫, ২০২৩

প্রিন্ট করুন

চট্টগ্রাম: প্রশাসনের ছত্রছায়ায় সরকারী দলের সন্ত্রাসীরা চট্টগ্রাম উত্তর জেলার প্রতিটি উপজেলায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে হামলা চালাচ্ছে উল্লেখ করে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা গোলাম আকবর খোন্দকার বলেছেন, ‘দলীয় কর্মসূচি পালনে তারা বাধার সৃষ্টি করছে। বিনা কারণে পুলিশের সহযোগিতায় এসব হামলা করছে। উল্টো তারাই ফের বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা করছে। ফটিকছড়িতে ঈদ পরবর্তী শোভাযাত্রায় হামলা করে বিএনপির অনেক নেতা-কর্মীকে আহত করেছে। পরে, তারাই ফের বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা করেছে। উত্তর চট্টগ্রামের সব উপজেলায় একই কায়দায় হামলা, মামলা ও গ্রেফতারের ঘটনা চালাচ্ছে।’

শনিবার (১৫ জুলাই) সকালে সিটির কাজীর দেউড়ীর নাসিমন ভবনস্থ চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে তিনি এসব কথা বলেন। সাম্প্রতিক বিভিন্ন ইস্যুতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহবায়ক গোলাম আকবর আরো বলেন, ‘ঈদুল আজহার পর থেকে উত্তর চট্টগ্রামের আড়াই শতাধিক নেতা-কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। বাড়ি বাড়ি গিয়ে তল্লাশির নামে হয়রানি করা হচ্ছে। যাকে পাচ্ছে তাকে আগের মামলায় গ্রেফতার দেখিয়ে জেল হাজতে পাঠাচ্ছে। গায়েবি মামলার কারণে গ্রামে থাকতে পারছেন না নেতা-কর্মীরা। সাদা পোশাকদারি পুলিশ মাইক্রোযোগে চট্টগ্রাম শহরে বসবাসরত নেতা-কর্মীদের বাসায় তল্লাশি চালাচ্ছে।’

তিনি বলেন, ‘২০১৪ সাল থেকে এ পর্যন্ত উত্তর চট্টগ্রামের বিভিন্ন থানায় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে সাড়ে ৯০০ মামলা হয়েছে। এসব মামলায় আসামীর সংখ্যা দশ হাজারের উপরে। ইতিমধ্যে আমরা অসহায় নেতা-কর্মীদের মামলা পরিচালনার জন্য লিগ্যাল এইড কমিটি গঠন করেছি। মিথ্যা ও বানোয়াট মামলাগুলো এ কমিটির মাধ্যমে বিনামূল্যে সেবা দেয়া হবে।’

গোলাম আকবর খন্দকার বলেন, ‘প্রজাতন্ত্রের কর্মচারী হয়েও পুলিশের কিছু কর্মকর্তা অতিউৎসাহী হয়ে দলীয় ক্যাডারের মত আচরণ শুরু করেছে। পুলিশ প্রজাতন্ত্রের কর্মচারী। তারা আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের অজুহাতে দলের নেতা-কর্মীদেরকে হামলা-মামলা ও গ্রেফতার না করার জন্য আহবান জানাচ্ছি। আমরা তাদের সতর্ক করতে চাই। এ ধারা অব্যাহত থাকলে সামনে আমরা এসব কর্মকর্তা-কর্মচারীদের নামসহ পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করতে বাধ্য হব।’

সংবাদ সম্মেলনে বিএনপির সদস্য মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এমএ হালিম, ইউনুছ চৌধুরী, সালাউদ্দিন, নূর মোহাম্মদ, নুরুল আমিন, নুরুল আমিন, সরোওয়ার আলমগীর, বেলায়েত হোসেন, কাজী সালাউদ্দিন, সদস্য আজম খান, এমএ তাহের, আবদুল আওয়াল চৌধুরী, জসিম চৌধুরী, সাহেদুল ইসলাম চৌধুরী, কুতুব উদ্দিন বাহার, মোহাম্মদ জাকির হোসেন।