শনিবার, ১৮ মে ২০২৪

শিরোনাম

চট্টগ্রামের পর বড় বন্দর হতে পারে ভোলা

শুক্রবার, জানুয়ারী ২৬, ২০২৪

প্রিন্ট করুন

ভোলা: ভোলার অবস্থান বিবেচনায় চট্টগ্রামের পর এটি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বন্দর হতে পারে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন।

শুক্রবার (২৬ জানুয়ারি) ভোলা সদরের বিসিক শিল্পনগরী ভোলায় গ্যাস সংযোগ লাইন নির্মাণের উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী বলেন, ‘যেহেতু ভোলায় গ্যাস আছে, তাই সেই সম্পদকে কাজে লাগিয়ে সেখানে উদ্যোক্তা ও কর্মসংস্থান সৃষ্টি করাই আমাদের মূল লক্ষ্য।’

তিনি আরো বলেন, ‘ক্ষুদ্র কুটির শিল্প আমাদের গ্রামীণ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিশেষ করে করোনা ভাইরাস মহামারির সময় আমরা দেখেছি, ক্ষুদ্র উদ্যোক্তারা গ্রামীণ অর্থনীতির লাইফলাইন বাঁচিয়েছেন। তারা তাদের উৎপাদিত পণ্য সরবরাহ করে বাজার চালাতে থাকে।’

শিল্পমন্ত্রী বলেন, ‘ভোলার বিসিক বর্তমানে স্বল্প পরিসরে চলছে ও ভবিষ্যতে এর এলাকা সম্প্রসারণ করা যেতে পারে।’

নূরুল মজিদ বলেন, ‘ভোলা গ্যাসে সমৃদ্ধ, বড় বড় কোম্পানি এরই মধ্যে এখানে আসতে শুরু করেছে। শেলটেকের মত বড় বড় কোম্পানি এখানে সিরামিক উৎপাদন করছে। অন্যরাও এ শিল্পের প্রতি আগ্রহ দেখাচ্ছে। সব মিলিয়ে ভোলা বিনিয়োগের জন্য খুবই সম্ভাবনাময় জায়গা।’

ভোলা জেলার প্রশাসক আরিফুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন বিসিআইসির সিনিয়র সচিব জাকিয়া সুলতানা, বিসিআইসির পরিচালক অখিল চন্দ্র পোদ্দার, জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মমিন টুলু, অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব।