শুক্রবার, ১৭ মে ২০২৪

শিরোনাম

চবিতে ‘স্টার্ট-আপ কম্পাস ইউনিভার্সিটি এক্টিভেশন প্রোগ্রাম’ অনুষ্ঠিত

মঙ্গলবার, অক্টোবর ৩, ২০২৩

প্রিন্ট করুন

হাটহাজারী, চট্টগ্রাম: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আইডিয়া শীর্ষক প্রকল্পের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে স্টার্ট-আপ হিসেবে তৈরির লক্ষ্যে ‘স্টার্ট-আপ কম্পাস বিশ্ববিদ্যালয় এক্টিভেশন প্রোগ্রাম ২০২৩’ অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে মঙ্গলবার (৩ অক্টোবর) সকালে চবির ব্যবসায় প্রশাসন অনুষদের মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চবির উপাচার্য প্রফেসর শিরীণ আখতার। বিশেষ অতিথি ছিলেন চবির উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে। অতিথি ছিলেন চবির ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর মো. হেলাল উদ্দিন নিজামী। স্বাগত বক্তব্য দেন চবির রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কেএম নুর আহমদ। সভাপতিত্ব করেন আইডিয়া প্রজেক্ট, বিসিসি, আইসিটি ডিভিশনের প্রজেক্ট পরিচালক মো. মিজানুর রহমান। সঞ্চালনা করেন বিসিসি আইসিটি ডিভিশনের আইডিয়া প্রজেক্ট ন্যাশনাল কনসালটেন্ট (হিউম্যান রিসোর্স) মো. নাজিম উদ্দিন।

তরুণ শিক্ষার্থীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে সরকারের আইসিটি ডিভিশনের এ আয়োজনকে ধন্যবাদ জানান শিরীণ আখতার।

তিনি বলেন, ‘‘প্রযুক্তির অভাবনীয় উৎকর্ষতায় পৃথিবী এগিয়ে যাচ্ছে। পৃথিবীর সাথে তাল মিলিয়ে চলতে হলে এবং নিজেদের দক্ষ, যোগ্য ও স্মার্ট নাগরিক হিসেবে গড়ে তুলতে হলে প্রযুক্তির সর্বোচ্চ সদ্ব্যবহার নিশ্চিত করতে হবে। প্রযুক্তিকে যথাযথভাবে কাজে লাগাতে না পারলে বিশ্ব প্রতিযোগিতায় নিজেদের টিকিয়ে রাখা কঠিন হবে। তাই, আমাদের মেধাবী শিক্ষার্থীদেরকে একাডেমিক শিক্ষার পাশাপাশি মানসিকভাবে নিজেকে একজন উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে হবে।’

উপাচার্য এ ধরনের উদ্ভাবনী আয়োজনে বিশেষজ্ঞদের পরামর্শ, উপদেশ, আলোচনা-পর্যালোচনা থেকে শিক্ষার্থীরা সুনির্দিষ্ট দিক নির্দেশনা পাবে বলে আশা প্রকাশ করেন।

উদ্বোধনী সেশনের পর দ্বিতীয় সেশনে তরুণ শিক্ষার্থীদেরকে নিয়ে আইসিটি ডিভিশন থেকে আগত বিশেষজ্ঞরা বিভিন্ন প্রস্তাবনা তুলে ধরেন এবং তাদেরকে তথ্য-প্রযুক্তি সমৃদ্ধ মানবসম্পদ হিসেবে রূপান্তরে সর্বোপরি একজন উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য দেন। এছাড়াও, সরকার বিভিন্ন ক্যাটাগরিতে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে আর্থিক সহযোগিতা দেয়ার বিষয়টিও শিক্ষার্থীদের অবহিত করেন।