বুধবার, ১৫ মে ২০২৪

শিরোনাম

ডিবিএইচের ইসলামিক ফাইন্যান্সিং উইং ‘ডিবিএইচ ইসলামিক’ শুরু

শনিবার, মে ১৩, ২০২৩

প্রিন্ট করুন

ঢাকা: দেশের হোম ফাইন্যান্স প্রদানকারী আর্থিক প্রতিষ্ঠান ডিবিএইচ ফাইন্যান্স পিএলসিv ইসলামিক ফাইন্যান্সিং উইংয়ের কার্যক্রম শুরু করেছে, যার নাম ‘ডিবিএইচ ইসলামিক’। সম্প্রতি প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে ইসলামিক ফাইন্যান্সিং উইংয়ের উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান নাসির এ চৌধুরী। এতে বিশেষ অতিথি ছিলেন ডিবিএইচের শরিয়া’হ সুপারভাইজরি কমিটির সদস্য ফরিদউদ্দিন আহমেদ। উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক নাসিমুল বাতেন।

নাসির এ চৌধুরী প্রকাশ করে বলেন, ‘ডিবিএইচ ইসলামিক’ শরিয়া’হ সম্মতভাবে সেবা প্রদানের মাধ্যমে গ্রাহকদের কাছে অচিরেই একটি বিশ্বস্ত নাম হিসেবে পরিচিত হবে।’

নাসিমুল বাতেন বলেন, ‘ডিবিএইচ ইসলামিক ফাইন্যান্সিং উইংয়ের উদ্বোধন ডিবিএইচের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এর মাধ্যমে ডিবিএইচ তার বর্তমান সেবাগুলোর পাশাপাশি গ্রাহকদের মুদারাবা ডিপোজিটস এবং ইসলামিক হোম ও কার ফাইন্যান্সিং সেবা দেবে।’

ভবিষ্যতে এ সেবার পরিধি আরো বৃদ্ধি পাবে বলে তিনি উল্লেখ করেন।

বলে রাখা ভাল, এর আগে গত ১০এপ্রিল ডিবিএইচের শরীয়া’হ-ভিত্তিক ইসলামিক ফাইন্যান্সিং উইং চালু করার জন্য বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে চূড়ান্ত অনুমোদন লাভ করে। ডিবিএইচের বর্তমানে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, কুমিল্লা, গাজীপুর, সাভার ও নারায়নগঞ্জে শাখা অফিস আছে এবং ডিবিএইচের ইসলামিক সেবাগুলো গ্রাহকরা সব শাখা থেকেই নিতে পারবেন।