রবিবার, ১৯ মে ২০২৪

শিরোনাম

দীর্ঘ দিন ধরে ষড়যন্ত্রের শিকার জাতীয় পার্টি

রবিবার, জানুয়ারী ২১, ২০২৪

প্রিন্ট করুন
গোলাম মোহাম্মদ কাদের

রংপুর: জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, ‘জাতীয় পার্টি দীর্ঘ দিন ধরে বিভিন্ন ষড়যন্ত্রের শিকার। শনিবার (২০ জানুয়ারি) বিকালে রংপুরে নিজ বাস ভবন সেনপাড়ায় সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।

এ সময় গোলাম মোহাম্মদ আরো বলেন, ‘১৯৯১ সালে ক্ষমতা ছাড়ার পর থেকে নানান সময় বিভিন্ন ষড়যন্ত্রের শিকার হয়েছে জাতীয় পার্টি।’

তিনি বলেন, ‘জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ অত্যন্ত জনপ্রিয় নেতা ছিলেন। কিন্তু, তার প্রতিদ্বন্দ্বীরা বিভিন্নভাবে তার জনপ্রিয়তা খর্ব করার চেষ্টা করেছে।’

এখন যে বিভাজনের কথা বলা হচ্ছে, সেই বিভাজনের সম্ভাবনাও নাকচ করে দিয়েছেন মোহাম্মদ কাদের।

বিরোধী দল প্রসঙ্গে গোলাম কাদের বলেন, ‘সংসদে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি বড় দুটি দল। যেহেতু আমরা (জাতীয় পার্টি) একমাত্র দল, যার ১১ জন সদস্য রয়েছে, আমরা আশা করি জাতীয় পার্টি সংসদে বিরোধী দল হবে।’

তিনি বলেন, ‘সরকার যদি সে রকম অবস্থান না দেয়, তবু আমরা দেশ ও জাতির কল্যাণে সরকারের বিরুদ্ধে একমাত্র দল হিসেবে সমালোচনা করা, সরকারের খারাপ জিনিস তুলে ধরা ও সুপারিশ দিয়ে সরকারকে সহায়তা করে সঠিক পথে পরিচালনা করব।’

গোলাম মোহাম্মদ বলেন, ‘গেল সংসদে আমরা বিরোধী দল ছিলাম। আমরা সব সময় দেশের কল্যাণে বিরোধী দলের ভূমিকা পালন করেছি, সরকারের গঠনমূলক সমালোচনা করেছি, সুপারিশসহ অনিয়ম-দুর্নীতির চিত্র তুলে ধরেছি। আমরা পূর্বের মতই কাজ করব।’

এ সময় দলের প্রেসিডিয়াম সদস্য ও রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফাসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।