শুক্রবার, ১৭ মে ২০২৪

শিরোনাম

যুক্তরাষ্ট্র এখনো রাফা অভিযানের বিরোধী

বৃহস্পতিবার, মে ২, ২০২৪

প্রিন্ট করুন
এন্টনি ব্লিংকেন

জেরুজালেম, ইসরাইল: যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রী এন্টনি ব্লিংকেন গাজার দক্ষিণাঞ্চলীয় জনাকীর্ণ রাফা শহরে ইসরাইলের অভিযানের ব্যাপারে যুক্তরাষ্ট্রের অবস্থান পুনর্ব্যক্ত করে বলেছেন, ‘যুক্তরাষ্ট্র এখনো এ অভিযানের বিরোধী।’

ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে আলোচনাকালে বুধবার (১ মে) ব্লিংকেন যুক্তরাষ্ট্রের এ অবস্থানের কথা জানান। যদিও নেতানিয়াহু রাফা অভিযান চালানোর ব্যাপারে অনড়।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিও মিলার বলেছেন, ‘ব্লিংকেন রাফা অভিযানের ব্যাপারে যুক্তরাষ্ট্রের অবস্থান পুনর্ব্যক্ত করেছেন।’

ব্লিংকেন দুই দিন পূর্বেও রাফায় অভিযান নিয়ে যুক্তরাষ্ট্রের বিরোধী অবস্থানের কথা জানিয়েছিল।

গেল ৭ অক্টোবর ফিলিস্তিনের সংগঠন হামাস ইসরাইলে হামলা চালানোর পর ব্লিংকেন সপ্তম বারের মত মধ্যপ্রাচ্য সফর করেন। তিনি জেরুজালেম অফিসে নেতানিয়াহুর সঙ্গে আড়াই ঘন্টা কথা বলেন। প্রথমে একাকী পরে সঙ্গীসহ তিনি নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেন।

এ দিকে, নেতানিয়াহু মঙ্গলবার (৩০ এপ্রিল) রাফায় হামলা চালানোর অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি বলেছেন, ‘হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছালেও রাফায় তিনি অভিযান চালাবেন।’

বলে রাখা ভাল, গেল বছরের ৭ অক্টোবর হামাস ইসরাইলে আচমকা হামলা চালায়। ওই দিনই ইসরাইল গাজায় প্রতিশোধমূলক পাল্টা হামলা শুরু করে। অব্যাহত এ হামলায় এ পর্যন্ত ৩৪ হাজার ৫৬৮ ফিলিস্তিনীর মৃত্যু হয়েছে।