সোমবার, ২৯ এপ্রিল ২০২৪

শিরোনাম

ক্ষমতাসীন দলের ব্যবসায়ী চক্র দ্রব্যমূল্য বাড়িয়ে লুটপাটে আরো মরিয়া হয়ে উঠেছে

রবিবার, ফেব্রুয়ারী ১১, ২০২৪

প্রিন্ট করুন

ঢাকা: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘৭ জানুয়ারির নির্বাচনের পর থেকে ক্ষমতাসীন দলের ব্যবসায়ী চক্র দ্রব্যমূল্য বাড়িয়ে লুটপাটে আরো মরিয়া হয়ে উঠেছে। রোববার (১১ ফেব্রুয়ারি) নয়াপল্টনে দলের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

সংবাদ সম্মেলনে রুহুল কবির বলেন, ‘নিত্য প্রয়োজনীয় দ্রব্যের আকাশছোঁয়া মূল্য সামাল দিতে দেশের মানুষ চরম অগ্নিপরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছে। জনগণের অর্থ লুটপাটে আরো বেপরোয়া হয়ে উঠেছে ক্ষমতাসীন দলের সিন্ডিকেটগুলো। চাল, ডাল, তেল, চিনি, শাকসবজি, মাছ ও মাংসের মত নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম আশঙ্কাজনক হারে বাড়ছে।’

তিনি আরো বলেন, ‘শীতকালীন সবজির জন্য এ পিক মৌসুমে এখন ৮০ থেকে ১০০ টাকার নিচে কোন সবজি পাওয়া যাচ্ছে না।’

মাছ-মাংস সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে বলেও আক্ষেপ করেন বিএনপির মহাসচিব।

রিজভী বলেন, ‘দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে দরিদ্র মানুষ এখন মাংস ও অন্যান্য মাছকে মেন্যুর বাইরে রেখে বাজার থেকে কাটা পাঙ্গাস মাছের টুকরো কিনছেন। নিম্ন আয়ের মানুষ ও মধ্যবিত্তরা আজ কী ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে তার একটি উদাহরণ দিয়েছি। মানুষ খাওয়ার জন্য মুরগির চামড়া ও পা কিনছে।’

তিনি আরো বলেন, ‘সরকার জনস্বার্থ বিবেচনা না করে অবৈধভাবে কয়েক বার গ্যাস, বিদ্যুৎ ও পানির উপর শুল্ক বাড়িয়েছে। মধ্যবিত্ত ও খেটে খাওয়া মানুষকে বেকায়দায় ফেলে বাড়িওয়ালারা জ্যামিতিক হারে বাড়ি ভাড়া বাড়াচ্ছেন।’